নয়াদিল্লি: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)। শুধু ক্ষমতাই হারাননি সেই সঙ্গে দেশছেড়ে পালিয়ে গিয়েছেন। বর্তমানে তাঁর আশ্রয়স্থল মিত্র দেশ ভারত। বাংলাদেশ থেকে চপারে করে প্রথমে তিনি প্রথমে নামেন ত্রিপুরার আগরতলায়। সেখান থেকেই বাংলাদেশের বায়ুসেনার বিশেষ বিমানে করে তিনি পাড়ি দেন দিল্লির উদ্দেশ্যে। সোমবার সন্ধ্যার দিকে তিনি সি-১৩০ পরিবহন বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের ভারতীয় বায়ুসেনার হিন্দোন বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন। এরপর, ভারত নাকি অন্য কোনও দেশে যাবেন এই প্রশ্নের উত্তরই খুঁজছে সকলে।
জানা গিয়েছে সি-১৩০ পরিবহন বিমানটি ভারতীয় বায়ুসেনার C-17 এবং C-130J সুপার হারকিউলিস এয়ারক্রাফ্ট হ্যাঙ্গাারের কাছে রাখা হবে। জানা গিয়েছে, ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর থেকে গাজিয়াবাদে অবতরণ পর্যন্ত বিমানটির গতিবিধি ভারতীয় বিমান বাহিনী পর্যবেক্ষণ করেছিল। সংবাদ সংস্থা PTI- সূত্রে খবর এরপর সদ্য প্রাক্তন হওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দশ্যে রওনা দিতে পারেন। সংবাদ সংস্থা সূত্রে আরও জানিয়েছে যে সামরিক পরিবহন বিমানটি তাঁকে ভারতের বাইরে নিয়ে যাবে নাকি তিনি অন্য একটি বিমানে লন্ডনে যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, ভারতীয় বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ হাসিনাকে গ্রহণ করেন। ঢাকার অনুরোধের পর হাসিনার বিমানকে ভারতীয় আকাশসীমা দিয়ে নিরাপদ পথে আনার সিদ্ধান্ত নেয় ভারত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত নয়াদিল্লি কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে বাংলাদেশের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে সমস্ত জিনিস পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি জানিয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, “আমি (দেশের) সমস্ত দায়িত্ব নিচ্ছি। অনুগ্রহ করে সহযোগিতা করুন। সেনাবাহিনী আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে।”