খাস ডেস্ক: মাওবাদীদের দমনে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এজন্য ছত্তীশগড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তঃরাজ্য সমন্বয় বৈঠকে অংশগ্রহণ করেছেন মাওবাদী উপদ্রুত জেলাগুলো থেকে মাওবাদীদের নিকেশ করতে। সূত্রের খবর, আগামী একবছর দেশের মাও অধ্যুষিত জেলাগুলোতে ব্যাপক অভিযান চালানো হবে।
সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন সেই বৈঠকে অংশগ্রহণ করেছেন ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, আইবি ডিরেক্টর তপন ডেকা এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোর মুখ্যসচিব-সহ পুলিশকর্তারা।
সূত্রের খবর, এদিনের বৈঠকের আলোচ্যসূচি আগামী কয়েকনমাসে কীভাবে মাও দমন করা হবে সেসম্পর্কে দিশা তৈরি করা। এনডিএ সরকার লাগাতারভাবেই মাও দমনে অভিযান চালিয়ে যাচ্ছে। সূত্রের খবর, ২০২৩ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের অগাস্ট মাস পর্যন্ত ১৪৭ জন মাওবাদীর বন্দুকের লড়াইয়ে মৃত্যু হয়েছে। এছাড়া ৭২৩জন নকশালপন্থী গ্রেফতার হয়েছে। আর ৬২২জন মাওবাদী আত্মসমর্পণ করেছে।
কেন্দ্রীয় সরকারের দাবি, মাওবাদী দমনে ব্যাপক সাফল্য মিলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রে ক্ষমতায় আসার পর। ২০১৩ সালে ইউপিএ টু জমানায় ভারতের ১০টি রাজ্যের ১২৬টি জেলা মাওবাদী অধ্যুষিত ছিল। ২০২৪ সালে সেই সংখ্যা কমতে কমতে ৩৮টি জেলায় এসে ঠেকেছে।
কেন্দ্রীয় সরকারের দাবি, মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত নিরাপত্তারক্ষী এবং নিরীহ নাগরিকের সংখ্যা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়সীমায় ৮৬ শতাংশ কমেছে। ২০১০ সালে সবচেয়ে বেশি নিরাপত্তারক্ষী এবং সাধারণ নাগরিক মাওবাদীদের হাতে নিহত হয়েছেন। এই সংখ্যাটা এক হাজার পাঁচজন। ২০২৩ সালে সেই সংখ্যা কমে ১৩৮জনে এসে ঠেকেছে।