
লখনউ: কৃষকদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি কর্মীরা৷ উত্তরপ্রদেশের মুজফফরনগরের ঘটনা৷ সোমবার সকালে আচমকা সংঘর্ষে জড়িয়ে পড়েন কৃষক ও বিজেপি কর্মীরা৷ এই ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন৷
আরও পড়ুন: অযোধ্যার উন্নয়নে ১৪০ কোটি টাকা বাজেটে বরাদ্দ করল যোগী সরকার
এ নিয়ে টুইট করেন রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) নেতা জয়ন্ত চৌধুরী৷ তিনি লেখেন, ‘‘সোরাম গ্রামে কৃষকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিজেপি কর্মীরা৷ তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন৷ কৃষকদের সমর্থনে সদর্থক আলোচনা না হলে অন্তত ভালো ব্যবহার বজায় রাখা উচিত৷ কৃষকদের সম্মান জানানো হোক৷ সরকারি প্রতিনিধিরা যারা কৃষি আইনের সুফল বুঝিয়ে বেড়াচ্ছেন, তাঁদের এই গুণ্ডামি গ্রামবাসীরা কি মেনে নেবে?’’
सोरम गाँव में बीजेपी नेताओं और किसानों के बीच संघर्ष, कई लोग घायल! किसान के पक्ष में बात नहीं होती तो कम से कम, व्यवहार तो अच्छा रखो। किसान की इज़्ज़त तो करो! इब कानूनों के फायदे बताने जा रहे सरकार के नुमाइंदों की गुंडागर्दी बर्दाश्त करेंगे गाँववाले?#मुजफ्फरनगर pic.twitter.com/X21oP7iTgP
— Jayant Chaudhary (@jayantrld) February 22, 2021
দু’দিন আগেই মুজফফরনগরে কৃষি আইনের বিরুদ্ধে জনসভা করেন প্রিয়াঙ্কা৷ আন্দোলনরত কৃষকদের উদ্দেশে বলেন, ‘‘আপনারা জোরদার আন্দোলন চালিয়ে যান৷ সরকার দুর্বল হয়ে পড়েছে৷ সরকারকে পিছু হটতেই হবে৷’’
কৃষকদের সতর্ক করে প্রিয়াঙ্কা বলেন, ‘‘উত্তরপ্রদেশের আখ চাষিরা এখনও বকেয়া ১৫ হাজার কোটি টাকা পাননি৷ রান্নার গ্যাস ও জ্বালানির দাম বাড়ছে৷’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের অসম্মান করছেন বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা৷
আরও পড়ুন: টুলকিট মামলায় দিশাকে ১ দিনের জন্য হেফাজতে পেল দিল্লি পুলিশ
গত নভেম্বর থেকে দিল্লির উপকণ্ঠে অবস্থান করছেন কৃষকরা৷ মারা গিয়েছেন ২১৫ জন কৃষক৷ প্রিয়াঙ্কা বলেন, ‘‘কৃষকদের ওপরে অত্যাচার করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী কৃষকদের ওপরে অত্যাচার করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী কৃষকদের নিয়ে মজা করছেন৷’’