বিশ্রাম নিচ্ছিলেন সাত পরিযায়ী শ্রমিক, পিষে দিল ডাম্পারের চাকা

0
43

খাস প্রতিবেদন: ফের কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু সাতজন শ্রমিকের৷ শনিবার ভোর চারটে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ওডিশার জাজপুর জেলার ধর্মশালা থানার চন্ডিপুর জাতীয় সড়কে৷ পুলিশ সূত্রের খবর, নিহত সাতজনেরই বাড়ি বসিরহাট জেলার মাটিয়া থানার ধান‍্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর সরদার পাড়ায়৷ খবর এসে পৌঁছাতেই গ্রামে শোকের ছায়া৷ মৃতদেহ আনতে রওনা দিয়েছেন মৃত সদস্যদের পরিবারের লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নিহতেরা হলেন, আমজাদ আলী সরদার (২৮), জাহাঙ্গীর (স্বপন) সরদার (৪০), করিম সরদার (২৫), আমিরুল সরদার (২৬), আরিফ সরদার (২৬), টিংকু সরদার (৩০) এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক সুরজ সরদার (৪৯)। পোল্টি ফার্মে কাজের উদ্দেশ্যে শুক্রবার বিকেলে গ্রামথেকে ওডিশার পথে রওনা দিয়েছিলেন তাঁরা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাস্তার ধারে গাড়ির মধ্যে চালক ও খালাসি সহ সাতজন বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে। গাড়িটি পুরো ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুতই সাত জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সাতজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

- Advertisement -

ঠিক কি কারণে দুর্ঘটনা? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশার জেরে ডাম্পারটি সজোরে ধাক্কা মেরে থাকতে পারে৷ নাকি দুর্ঘটনার আগেই ডাম্পারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ অন্যদিকে গ্রামের সাতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবরে শোকের ছায়া মাটিয়ার নেহালপুরের সরদার পাড়ায়৷ নিহতদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। দুর্ঘটনার জেরে এক লহমায় কেউ স্বামীহারা হয়েছেন৷ আবার কারও বা হয়েছে কোল খালি৷ ভিন রাজ্য থেকে দেহ আনতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন নিহতদের পরিজনেরা৷ সঙ্গে রয়েছেন রাজ্য পরিবহনের দক্ষিণবঙ্গের সচিব এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাটের তৃণমূল নেতা কাজী মাহমুদ হাসান মিহির ঘোষ ও রণ মল্লিকরা৷

আরও পড়ুন: শুভেন্দুর খাসতালুকে ড্যামেজ কন্ট্রোলে নেমে ফের বিতর্কে তৃণমূল নেতা