
মুম্বই: পত্র চাউল জমি কেলেঙ্কারি মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলাতেই এবার মুক্তি পেলেন মহারাষ্ট্ররে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় রাউত। বেশ কয়েকমাস জেল খাটার পর আর্থিক দুর্নীতির মামলায় আজ জামিন পেয়েছেন তিনি।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বুধবার পাত্র চাল পুনর্নির্মাণ প্রকল্প সংক্রান্ত একটি আর্থিক দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন। ১,০৩৪ কোটি টাকার পত্র চাউল জমি কেলেঙ্কারির মামলায় ছয় ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর গত ১ আগস্ট তাকে ইডি গ্রেফতার করে। তিনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে এবং মুম্বইয়ের আর্থার রোড কারাগারে বন্দী রয়েছেন। রাউত তার জামিনের আবেদনে দাবি করেছিলেন যে তাঁর বিরুদ্ধে করা মামলাটি “ক্ষমতার অপব্যবহার” এবং “রাজনৈতিক প্রতিহিংসার” একটি নিখুঁত উদাহরণ। বিজেপি ইচ্ছা করেই এই এই ঘটনা ঘটাচ্ছে বলেই দাবি করেছিলেন।
আরও পড়ুন- G20 শীর্ষ সম্মেলন উপস্থিত বিশ্ব নেতাদের ভারতের ঐতিহ্য বহনকারী বিশেষ উপহার দেবেন PM Modi
উল্লেখ্য, ১ অগাস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছিল মুম্বাইয়ের শহরতলির গোরেগাঁওয়ে পাত্র চাউলের পুনর্নির্মাণে আর্থিক অনিয়মের অভিযোগে। প্রাথমিকভাবে ED-এর হেফাজতে থাকার পর, শিবসেনা নেতাকে ৪ আগস্ট ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। তার পর থেকেই এই মেয়াদের সময়সীমা বেড়েই চলে। মহারাষ্ট্র হাউসিং অ্যান্ড এরিয়া ডেভলপমেন্ট অথরিটি ২০০৮ সালে মুম্বইয়ের শহরতলির গোরেগাঁওয়ে প্রায় ৪৭ একর এলাকা জুড়ে পাত্র চাউলের উন্নতির কাজ হাতে নেয়। প্রায় তিন হাজার নতুন ফ্ল্যাট তৈরির কথা বলা হয়েছিল কিন্তু ১৪ বছর পরেও কেউ বাড়ির চাবি হাতে পাননি। সেই কেলঙ্কারি মামলাতেই রাউত সহ একাধিক শিবসেনার নেতার নাম জরায়।