খাস ডেস্ক: সারা দেশে অনলাইনে প্রতারণার ঘটনা ঘটছে। অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হয়ে নাগরিকদের একাংশ সর্বস্ব খোয়াচ্ছেন। এধরনের একটি বিপুল অঙ্কের টাকার প্রতারণা চক্রের সন্ধান মিলেছে অসমে। সূত্রের খবর, ২২ হাজার কোটি টাকার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি সামনে এসেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন মানুষ যেন সচেতন থাকেন, প্রতারকদের ফাঁদে যেন পা না দেন।
পুলিশ সূত্রের খবর, স্টক মার্কেটে বিনিয়োগের জন্যে দুই ব্যক্তি প্রতারণা চক্রের জাল বিছিয়েছিল। এঁদের একজনের নাম ২২ বছরের বিশাল ফুকান ও অন্যজনের নাম স্বপ্নিল দাস। বিশাল এবং স্বপ্নিলকে গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। জেরা চলছে। গোয়েন্দারা জানিয়েছেন, আরও কয়েকজন প্রতারককে গ্রেফতার করা হতে পারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য অনুসারে।
পুলিশ জানিয়েছে, প্রতারকরা বিলাসবহুল জীবনযাপন করত। এভাবে সাধারণ নাগরিকদের একাংশকে প্রলুব্ধ করে ৬০ দিনের ভিতর বিনিয়োগের ৩০ শতাংশ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অন্তত ২২ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবে ওই টাকা এখনও উদ্ধার করা যায়নি। ঠিক কতজন নাগরিক এই প্রতারণা চক্রের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেও এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, প্রতারকরা প্রতিশ্রুতি দিয়েছিল তাদের কাছে বিনিয়োগ করলে স্বল্প সময়ে দ্বিগুণ টাকা ফিরিয়ে দেওয়া হবে। ওই প্রতারণা চক্রে সেবি এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গাইডলাইনের পরোয়া না করেই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা জানাজানির পর অসম সরকার নড়েচড়ে বসেছে। এধরনের আরও কিছু সংস্থা অনলাইনে একই কুকীর্তি করছে বলে জানা গিয়েছে।