নয়াদিল্লি: রেলের নয়া উদ্যোগ। শীঘ্রই চালু হতে চলেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) নতুন প্রকল্প। উত্তরাখন্ড যাওয়ার জন্য আর যাত্রীদের কষ্ট করতে হবে না। এই রেল সংযোগের ফলে প্রত্যন্ত অঞ্চলগুলির সঙ্গেও সংযোগ বাড়বে। এই প্রকল্প উত্তরাখণ্ডের সামগ্রিক নির্মাণকাজের উন্নয়নের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছে সাধারণ মানুষ সহ রেল আধিকারিকরা।
হিমালয়ের গেটওয়ে বলে পরিচিত ঋষিকেশ। রেল সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের (Uttarakhand) ঋষিকেশ-কর্ণপ্রয়াগ (Rishikesh-Karnaprayag) রেল প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। ঋষিকেশের সঙ্গে কর্ণপ্রয়াগ জুড়ে গেলে দেবভূমির প্রতি পর্যটকদের আকর্ষণও বাড়বে। রেল মন্ত্রকের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের জন্য উত্তরাখণ্ডের একাধিক জায়গায় স্টেশন নির্মাণ ও টানেলের কাজ দ্রুত গতিতে চলছে। এই প্রকল্পের কাজ শেষ হলে উত্তরাখণ্ডের চারধামের তীর্থস্থানগুলিতে পৌঁছনো আরও সহজ হয়ে যাবে। ২১৩ কিলোমিটার টানেলের মধ্যে ইতিমধ্যেই নির্মিত হয়েছে ১৭৬ কিলোমিটার। এই দীর্ঘ রেলপথে প্রায় ১১টি স্টেশন নির্মাণ করা হবে। এর ফলে তীর্থযাত্রী ও স্থানীয় লোকজনের যাতায়াত আরও সহজ হয়ে যাবে।
রেল সূত্রে আরও জানা গিয়েছে, এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে কেদারনাথ (Kedarnath), বদ্রীনাথ (Badrinath), গঙ্গোত্রী (Gangotri) ও যমুনোত্রী (Yamunotri) যাওয়ার ক্ষেত্রে তীর্থযাত্রীদের অনেকটাই সুবিধা হবে। উত্তরাখণ্ডের (Uttarakhand) পাঁচটি জেলায় রেল পথে যোগাযোগও বাড়বে। এই এলাকার উন্নয়ন এবং অর্থনীতিও শক্তিশালী করে তুলবে এই প্রকল্প। সাধারণ মানুষ উত্তরাখণ্ডের এই তীর্থক্ষেত্রগুলিতে সহজেই যাতায়াত করতে পারবে। এতে যেমন ব্যবসা বাড়বে, তেমনই কর্মসংস্থানেরও সুযোগ হবে। দীর্ঘ টানেলের মধ্যে দিয়েই যাবে ট্রেন। রেল মন্ত্রকের তরফ থেকে প্রকাশ করা হল সেই ছবিও।