নয়াদিল্লি: আজ দেশজুড়ে পালন করা হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত দিল্লির রাজনপথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিশেষ সিনের সঙ্গেই প্রধানমন্ত্রীর পোশাকও নজর কেড়েছে সকলের। নমোর মাথায় ছিল উত্তরাখণ্ডের একটি টুপি। যেখানে ছিল উত্তরাখন্ডের ব্রহ্মা কমল ফুল এবং জ্যাকেটের সঙ্গে সাদা কুর্তা ছাড়াও গলায় ছিল মণিপুরের স্টোল। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সংশ্লিষ্ট দুই রাজ্যেই রয়েছে আগামী মাসে বিধানসভা নির্বাচন তাই ভোট পেতেই এই পোশাক।
রাজপথের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাথায় ছিল ব্রহ্মা কমল ফুল দেওয়া উত্তরাখণ্ডের একটি টুপি। ব্রহ্ম কমল হল উত্তরাখণ্ডের প্রাদেশিক ফুল এবং প্রধানমন্ত্রী মোদী যখনই কেদারনাথে পুজো করেন তখন এই ফুলটি ব্যবহার করেন। অন্যদিকে গলায় রয়েছে মণিপুরি স্টোল। বলা ভালো দেশের বিশেষ বিশেষ অনুষ্ঠান যেমন, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের পোশাক বা আনুষাঙ্গিক পরিধান করে বিবৃতি দেন। কিন্তু এবারের পোশাকের মাধুর্যকেও ছাপিয়ে গিয়েছে রাজনীতির উত্তাপ। দুই রাজ্যের মানুষের থেকে ভোট পেতে মোদী বেছে নিয়েছেন পোশাক কূটনীতির পথ, এমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
জানিয়ে রাখা ভাল উত্তরাখণ্ড ও মণিপুর দুই ভোটমুখী রাজ্যেই চাপে রয়েছে গেরুয়া শিবির। বিশেষ করে উত্তরাখণ্ডে বারবার মুখ্যমন্ত্রী বদলের মধ্যে দিয়ে বিজেপির এই সঙ্গীন অবস্থা প্রকাশ পেয়েছে। তাই ভোটে জিততে কার্যত কোনও ইস্যুকে হাতছাড়া করতে রাজি নন মোদী-শাহ জুটি। যদিও এই বিষয়ের বাইরে গিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বিশ্বের সামনে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, “আজ, ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রহ্ম কমল দ্বারা সজ্জিত দেবভূমি উত্তরাখণ্ডের টুপি পরিধান করে আমাদের রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে গর্বিত করেছেন। উত্তরাখণ্ডের ১.২৫ কোটি মানুষের পক্ষে, আমি প্রধানমন্ত্রীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের নির্বাচন। পাঁচ রাজ্যের মধ্যেই রয়েছে মণিপুর এবং উত্তরাখন্ড। মণিপুরে দুই দফায় ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ নির্বাচন হবে। অন্যদিকে উত্তরাখন্ডে ১৪ ফেব্রুয়ারি হবে এক দফায় ভোট। এটা বলার অপেক্ষা রাখে না যে পাঁচ রাজ্যের মধ্যে পাঁচটি দখল নেওয়ার মরিয়া প্রয়াস চালাচ্ছে বিজেপি। তবে প্রজাতন্ত্র দিবসে প্রধান পোশাক কূটনীতি দিয়ে বিজেপি দুই রাজ্যে কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার বিষয়।