মুম্বই: টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা অবসর নিয়েছেন অনেকদিন আগেই৷ হাতে এখন অফুরন্ত সময়৷ অবসর জীবন যে চুটিয়ে উপভোগ করছেন তা মালুম হয় সোশ্যাল মিডিয়ায় তাঁর নানা পোস্ট দেখে৷
অবসরের পর চরকির মতো আর বাইরে ঘোরেন না৷ দিনের অধিকাংশ সময় বাড়িতে কাটাতে পছন্দ করেন। সময় কাটাতে একটি পোষ্য রেখেছেন৷ তার সঙ্গে খেলা করে সময় কাটান৷ টাটা গোষ্ঠীর চেয়ারম্যান থাকার সময় যে ছোটও ছোটও কাজ তিনি করে উঠতে পারেননি, সেই সব আশা আকাঙ্খা এখন পূরণ করছেন৷
রতন টাটা সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন৷ সেখানে তাঁর ফ্যান ফলোয়ার ভালোই৷ ইনস্টাগ্রামে পশুপাখি ও প্রকৃতির ছবি থেকে শুরু করে মজাদার নানা ছবি মাঝে মধ্যেই পোস্ট করেন রতন টাটা৷ ছবিগুলি প্রশংসিত হয়৷ তবে এবার এমন ছবি পোস্ট করেছেন যা দেখে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে৷
বৃহস্পতির সকালে রতন টাটা একটি ‘থ্রো ব্যাক’ ছবি পোস্ট করেন৷ ছবিটি তাঁর যৌবন সময়কালের৷ তখন তিনি লস অ্যাঞ্জেলেসে থাকতেন৷ ভারতে আসার প্রস্তুতি নিচ্ছিলেন৷ সেই সময়কার রতন টাটাকে দেখার পর নেটিজেনরা বাকরুদ্ধ হয়ে পড়েন৷ সকলের একটাই প্রতিক্রিয়া, যৌবনে এত হ্যান্ডসম ছিলেন টাটা গোষ্ঠীর প্রাক্তন কর্ণধার৷
ছবিটি দেখার পর অনেকে রতন টাটাকে হলিউড সুপারস্টারদের সঙ্গে তুলনা করেন৷ সকলে তাঁর লুকের দারুণ প্রশংসা করেন৷ লেখেন, আপনাকে হলিউড স্টারদের মতো দেখতে লাগছে৷ অন্য একজন লেখেন, মানুষ হিসেবে আপনার তুলনা হয় না৷ আপনার হাস্যরসাত্মক বোধও কম নয়৷