অযোধ্যা: বদলে যাচ্ছে রাম মন্দিরের পুরোহিতদের পোশাক ও পোশাকের রং। শুধু তাই নয় পোশাকের ধরণও পরিবর্তিত হচ্ছে। আগে র্যাম লালার উপাসকরা গেরুয়া পোশাক পড়তেন সেই রং এবার বদল হচ্ছে। গেরুয়ার বদলে এখন থেকে হলুদ রঙের পোশাক পড়বেন পুরোহিতরা।
তাছাড়াও মন্দিরে প্রবেশের সময় পুরোহিতদের ফোন নিয়ে যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরোহিতরা এখন ধুতি, চৌবন্দী এবং পাগড়ি পরবেন যার সবগুলোই হলুদ। আগে তারা গেরুয়া কুর্তা, পাগড়ি ও ধুতি পরতেন। অন্যান্য নির্দেশের সঙ্গে মন্দির ট্রাস্ট পুরোহিতদের জন্য একটি নতুন পোষাক বিধি জারি করেছে। সেই নিয়ম অনুযায়ী এবার থেকে পুরোহিতদের পায়ের গোছ পর্যন্ত ধুতি পরতে হবে। কুর্তার বদলে এসেছে চৌবন্দী। কুর্তা বোতাম আটকে পড়তে হয় আর চৌবন্দী দড়ি বেঁধে। পুরোহিতদের মাথার পাগড়িটি তুলো দিয়ে তৈরি, এবং পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কিভাবে সঠিকভাবে এর ব্যবহার করতে হবে । এই সমত পোশাকের রং গেরুয়ার হবে হলুদ। অন্যদিকে মন্দির সূত্র জানিয়েছে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুরোহিতদের মন্দিরে ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া । মন্দিরের ভিতরের সাম্প্রতিক ছবিগুলি অনলাইনে ফাঁস হওয়ার পরে কড়া পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাম মন্দিরে রয়েছেন একজন প্রধান পুরোহিত। মন্দিরে প্রধান পুরোহিতকে চারজন সহকারী পুরোহিত সাহায্য করেন। ট্রাস্ট প্রতিটি সহকারী পুরোহিতের জন্য পাঁচজন শিক্ষানবিশ পুরোহিত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ভোর ৩.৩০ মিনিট থেকে ১১ টা পর্যন্ত পুরোহিতরা তাদের সেবা প্রদান করবেন। পুরোহিতদের প্রতিটি দলকে অবশ্যই পাঁচ ঘন্টা সেবা দিতে হবে বলেই ট্রাস্ট জানিয়েছে । পুরোহিতরা দেবতার ‘ভোগ আরতি’ পরিবেশন করবেন – ভোর ৪টায় (জাগরণ আরতি), সকাল ৬টায় (শ্রীঙ্গার আরতি), সকাল ৯টা (প্রাতঃরাশ), দুপুর ১২টা (মধ্যাহ্ন আরতি), সন্ধ্যা ৭টা (আরতি), রাত ৯.৩০ (ভোগ), রাত ১০টা (ভোগ) ঘুমের আরতি)।