খাসডেস্ক : হরিয়ানা বিধানসভা ভোটের মুখে প্যারোলে মুক্তি পেতে চলেছেন ডেরা সাচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিম। তাঁর প্যারোলে মুক্তির আবেদনে অনুমতি রয়েছে ভারতের নির্বাচন কমিশনের। গত ৯ মাসে এই নিয়ে ৩ বার প্যারোলে মুক্তি পেতে চলেছেন গুরমিত। সেইসঙ্গে গত ৪ বছরে ১৫ বার। আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভায় ভোটগ্রহণ। বিধানসভা ভোট হোক বা স্থানীয় সরকারের নির্বাচন। প্রতিবারই দেখা গিয়েছে ভোটের আগে প্যারোলে জেল থেকে মুক্তি পাচ্ছেন গুরমিত রাম রহিম (gurmeet ram rahim)।
আরও পড়ুন : থাকতে পারে বড় কোন ‘ষড়যন্ত্র’, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান নিয়ে রিপোর্ট গেল দিল্লিতে
এবারের মুক্তির ক্ষেত্রে কিছু বিধি-নিষেধের আওতায় নিয়ে আসা হচ্ছে ডেরা সাচ্চা সওদার প্রধানকে। হরিয়ানায় তিনি প্রবেশ করতে পারবেন না। কোন রাজনৈতিক কার্যকলাপ ও প্রচারে অংশ নিতে পারবেন না। সেটি সোশ্যাল মিডিয়ায় হোক বা কোন ব্যক্তির সঙ্গে হোক। নির্বাচন কমিশনের অনুমতিক্রমে শীঘ্রই হয়তো গুরমিত রাম রহিমকে মুক্তি দিতে চলেছে হরিয়ানা সরকার।
আরও পড়ুন : অনুব্রতর পর কি এবার পার্থর জামিন, সবপক্ষকে নোটিস ইস্যু শীর্ষ আদালতের
অগাস্টে ২১ দিন জেল থেকে মুক্ত থাকার পর ২ রা সেপ্টেম্বর জেলে ফিরেছিলেন গুরমিত। জেলবন্দির পর থেকে বার বার বাইরে এসেছেন তিনি। গত ৪ বছরে মোট ২৫৯ দিন কাটিয়েছেন জেলের বাইরে। গত লোকসভা ভোটের আগেও জেল থেকে বেড়িয়ে ছিলেন প্যারোলে। ২০১৭ সালে ২০ বছরের জন্য ধর্ষণের অভিযোগে জেল হয় গগুরমিত রাম রহিমের। ইতিমধ্যেই গুরমিত রাম রহিমের (gurmeet ram rahim) প্যারোলের বিরোধিতা করেছেন হরিয়ানা কংগ্রেস। ভারতের নির্বাচন কমিশনে লেখা হয়েছে চিঠি। সেখানে বলা হয়েছে ভোটের মুখে গুরমিত রাম রহিমের মুক্তি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার সামিল হবে।