চেন্নাই: সংশোধিত নাগরিকত্ব আইনকে খোলাখুলি সমর্থন জানালেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত৷ বুধবার তিনি জানান, সিএএ ভারতীয় মুসলিমদের উপর কোনও প্রভাব ফেলবে না৷ যদি তাই হত, তাহলে তিনিই হতেন প্রথম ব্যক্তি যিনি সিএএ’র বিরোধিতায় পথে নামতেন৷
রজনীকান্তের মতো ব্যক্তিত্ব সিএএ’কে সমর্থন করায় খুশি বিজেপি৷ এতদিন সিএএ’র বিরোধিতা করতে দেখা গিয়েছে হিন্দি সিনেমা জগতের বেশ কিছু সেলিব্রিটিকে৷ তবে প্রথম সারির অনেক বলি অভিনেতা সিএএ নিয়ে নীরব থেকেছেন৷ সেই নীরবতা ভেঙে সিএএ’র সমর্থনে মুখ খুললেন রজনীকান্ত৷ তিনি যা বলেছেন তা নরেন্দ্র মোদীকেও বলতে শোনা গিয়েছে৷
দক্ষিণের সুপারস্টার জানান, সিএএ নিয়ে যুব সমাজকে ভুল বোঝানো হচ্ছে৷ কিছু রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এমনটা করছে৷ দেশভাগের সময় মুসলিমরা যারা এদেশে চলে এসেছিলেন তাদের উপর এই আইন কোনও প্রভাব ফেলবে না৷ ছাত্রসমাজকে সাবধান করে রজনী বলেন, ‘‘যে যা বলছে তা বিশ্বাস না করে যুক্তি দিয়ে চিন্তা কর৷ বড়দের সঙ্গে আলোচনা কর৷ তারপর প্রতিবাদ করতে এসো৷’’
পাশাপাশি জাতীয় গণনা পঞ্জিকে সমর্থন করেন রজনীকান্ত৷ বলেন, ‘‘কারা ভারতীয় আর কারা বহিরাগত তা জানা দরকার নয় কি? এটা খুব জরুরি৷ কেন এটাকে ইস্যু করা হচ্ছে তা বুঝতে পারছি না৷’’
সিএএ’তে শ্রীলঙ্কার তামিলদের রাখা নিয়ে কেউ কেউ কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন৷ রজনীকান্ত জানান, তামিলনাড়ুর বিভিন্ন শিবিরে তামিল শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পক্ষেই তিনি৷ তবে শ্রীলঙ্কাতে বসবাসকারী তামিলদের সিএএতে অন্তর্ভুক্ত করা উচিত নয়৷ কারণ, চোলা সাম্রাজ্যের সময় থেকে তাঁরা শ্রীলঙ্কাতে রয়েছেন৷