নয়াদিল্লি: কংগ্রেসের নজরে জম্মু-কাশ্মীর। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ বুধবা থেকে দলের নির্বাচনী প্রচার শুরু করবেন বলেই জানা গিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলে দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে কংগ্রেস নেতার।
আজ বুধবার রাহুল গান্ধী তিন ধাপে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের জন্য জম্মু ও কাশ্মীরে একটি করে সমাবেশে ভাষণ দেবেন। কংগ্রেস সূত্র জানিয়েছে, রাহুল গান্ধীকে বহনকারী একটি বিশেষ বিমান সকাল ১০টায় জম্মু বিমানবন্দরে অবতরণ করার কথা। জানা গিয়েছে বিমানবন্দর থেকে নেমে, রাহুল গান্ধী একটি হেলিকপ্টার নিয়ে রামবান জেলার সাঙ্গালদানে যাবেন যেখানে তিনি সকাল ১১ টার দিকে দলীয় প্রার্থী, ভিকার রসুল ওয়ানির সমর্থনে কংগ্রেসের সমাবেশে ভাষণ দেবেন। সাঙ্গলদান জম্মু বিভাগের রামবান জেলার বানিহাল বিধানসভা কেন্দ্রের অংশ। বানিহাল আসনে আসন ভাগাভাগির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে না পেরেই কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি) সেখান থেকে প্রার্থী দিয়েছে। দলের সাধারণ সম্পাদক, ভারতসিংহ সোলাঙ্কি এবং রাজ্য কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারারা দিনব্যাপী প্রচারে রাহুল গান্ধীর সাথে থাকবেন। সাঙ্গলদান থেকে গান্ধী কাশ্মীরের অনন্তনাগ জেলার ডোরু বিধানসভা কেন্দ্রে যাবেন।
তিনজন প্রাক্তন জেকেপিসিসি সভাপতি, ভিকার রসুল ওয়ানি, জিএ মীর এবং পীরজাদা সাঈদ জম্মু-কাশ্মীরে নির্বাচনের প্রথম পর্বে নির্বাচনে লড়ছেন। ১৮ সেপ্টেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জানিয়ে রাখা ভালো কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স প্রাক-নির্বাচন জোট ঘোষণা করেছে। সেই অনুসারে এনসি ৫২টি আসনে এবং কংগ্রেস ৩১টি আসনে লড়বে। দুটি আসন, একটি সিপিআই(এম) এবং একটি প্যান্থার্স পার্টিকে জোট ছেড়ে দিয়েছে। জম্মুর নাগরোটা, ভাদেরওয়াহ, বানিহাল এবং ডোডা এবং কাশ্মীর বিভাগের সোপুরের পাঁচটি আসনে উভয় দল একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেবে । জম্মু ও কাশ্মীরে ৯০টি বিধানসভা আসনের মধ্যে কাশ্মীরে ৪৭টি এবং জম্মুতে ৪৩টি আসন রয়েছে। এর মধ্যে নয়টি আসন ST আসনের জন্য সংরক্ষিত এবং সাতটি SC আসনের জন্য সংরক্ষিত।