মোদী পদবী নিয়ে মানহানির মামলা, গুজরাটের আদালতের জেলের সাজাকে চ্যালেঞ্জ করবেন রাগা

0
43
rahul gandhi

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবী নিয়ে মন্তব্যের কারণে দোষী সাবস্ত্য হয়েছেন রাহুল গান্ধী। সুরাটের আদালত রাগাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছে। যদিও বর্তমানে ব্যক্তিগত বন্ডে জামিন নিয়েছেন সনিয়া পুত্র। তবে সূত্রর খবর, রাহুল গান্ধী সোমবার  সুরাট দায়রা আদালতে তাঁর দোষী সাব্যস্ত হওয়া ও সাজার আদেশকে চ্যালেঞ্জ করবে।

জানা গিয়েছে প্রাক্তন কংগ্রেস প্রধান তাঁর আবেদনে দায়রা আদালতকে মানহানির মামলায়  তাঁকে দোষী সাব্যস্ত  করার ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিল করতে বলেছেন। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়েছেন তিনি। রাগার এই আবেদন কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার অপেক্ষা। কংগ্রেসে নেতার আবেদনে আদালত গ্রহণ করবে কি সেই দিকেও সকলের নজর রয়েছে।

- Advertisement -

আরও পড়ুন: আজ আপনার জীবনে কি বিশেষ কোনও পরিবর্তন ঘটতে চলেছে, এক নজরে দেখে নিন রাশিফল

উল্লেখ্য, ২০১৯ সালে মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী। সুরাটের আদালত সাজা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ হয়ে যায়। এমনকি এটাও উল্লেখ করা হয়েছে যে আদালত যদি সাজা বহাল রাখে তবে আগামী ৮ বছর রাহুল গান্ধী কোনও নির্বাচনে লড়াই করতে পারবেন না। এই ইস্যুই এখন জাতীয় রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে রাহুল গান্ধীর সঙ্গে যা হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি বিরোধীরা। এমনকি রাগা বলেছেন তিনি প্রধানমন্ত্রীর চোখে ভয় দেখেছেন। আদানি ইস্যুতে সংসদে তিনি যাতে আর কোনও প্রশ্ন করতে না পারেন সেই কারণেই তাঁকে এইভাবে থামানো হয়েছে।