২ বছর জেলের সাজা ঘোষণার পর এবার খারিজ করা হল রাহুল গান্ধীর সাংসদ পদ

0
30

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পদবী নিয়ে মন্তব্যের জের। ২ বছরের জেলের সাজা ঘোষণার পর এবার লোকসভার সচিবালয় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে। জানানো হয়েছে মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর রাহুল গান্ধী লোকসভার সাংসদ পদে অযোগ্য।

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা মন্তব্যের জন্য মানহানি করার অভিযোগ উঠেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। শুধু অভিযোগ নয়  সুরাতের আদালত রাহুল গান্ধীকে  দোষী সাব্যস্ত করে  ২ বছরের জেলের নির্দেশ দেয়। তাপরেই লোকসভার সাংসদ পদ খারিজ করার দাবি ওঠে। সেটাই সত্যি হয়েছে।  “কেন সব চোরের মোদী উপাধি আছে”, ওয়েনাডের সাংসদের এই মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।  লোকসভার  জারি করা বিজ্ঞপ্তিতে সাংসদ পদ খারিজের কথা জানানো হয়েছে। অর্থাৎ সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কারণে ওয়েনাডের আসন শূন্য হয়ে গিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস শিবিরে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

- Advertisement -

বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায়, প্রবীণ কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি  সিদ্ধান্তকে ভুল বলে দাবি করেছেন। তিনি বলেছেন, “লোকসভা সচিবালয় কোনও সাংসদকে অযোগ্য ঘোষণা করতে পারে না। রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের  সঙ্গে পরামর্শ করে এটি করতে হবে।” শশী থারুর বলেছেন, এটা গণতন্ত্রের জন্য খারাপ। তিনি টুইট করে লিখেছেন, “আদালতের রায়ের ২৪ ঘন্টার মধ্যে এবং একটি আপিল প্রক্রিয়াধীন বলে জানা গেলে এই পদক্ষেপটি এবং এর দ্রুততা দেখে আমি হতবাক।  এটি আমাদের গণতন্ত্রের জন্য ক্ষতিকর।”