জয়পুর: অতিমারি প্রকোপের মধ্যে দেশে ছড়াচ্ছে বার্ড ফ্লু-র সংক্রমণ৷ রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরল, হরিয়ানা, গুজরাত ও হিমাচল প্রদেশে বার্ড ফ্লু-র প্রকোপ সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে৷ কোথাও পাখি মৃত্যুর খবর শুনলেই এলাকায় ছড়িয়ে পড়ছে আতঙ্ক৷ এবার দেশে বার্ড ফ্লু ছড়ানোর জন্য সরাসরি কৃষকদের দিকে আঙুল তুললেন রাজস্থানের এক বিজেপি বিধায়ক৷ তাঁর মতে, চিকেন বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র করছেন আন্দোলনরত কৃষকরা৷
শনিবার রাজস্থানের ওই বিজেপি বিধায়ক মদন দিলাওয়ার এক ভিডিও বার্তায় বলেন, ‘‘কয়েকজন তথাকথিত কৃষক আন্দোলন করছেন৷ এই তথাকথিত কৃষকরা কোনও আন্দোলনে অংশ নেননি৷ বরং ফাঁকা সময়ে চিকেন বিরিয়ানি এবং ড্রাই ফ্রুটস খেয়ে আনন্দ নিচ্ছেন৷ এটা বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র৷’’
উল্লেখ্য, তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছরের ২৬ নভেম্বর থেকে দিল্লিতে প্রতিবাদ দেখাচ্ছেন কৃষকরা৷ এতদিন এই কৃষক আন্দোলনের পিছনে খলিস্তানপন্থীদের মদত খুঁজে পাচ্ছিলেন বিজেপি নেতারা৷ এমনকী আন্দোলনরত কৃষকদের ‘আরবান মাওবাদী’ বলেও তোপ দাগা হয়৷
একই কথা শোনা যায় ওই বিজেপি বিধায়কের মুখে৷ তিনি বলেন, ওখানে জঙ্গি, ডাকাত এবং চোরও থাকতে পারে৷ তারা হয়তো কৃষকদেরও শত্রু৷ এরা সকলে মিলে দেশকে ধ্বংস করতে এসেছে৷ দিল্লি সীমানা থেকে কৃষকদের সরানো না হলে অচিরেই বার্ড ফ্লু মারাত্মক আকার ধারণ করতে পারে৷