খাস ডেস্ক: ভারতের মাটিতে ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দিচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের দাবি। জাতীয় তদন্তকারী সংস্থা সম্প্রতি ভারতের মাটি থেকে ভারত বিরোধী অশুভ শক্তিকে নিশ্চিহ্ন করতে দেশের নানা প্রান্তে হানা দিচ্ছে। ইতিমধ্যে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্টদের পাকড়াও করতে জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা দেশের নানা প্রান্তে হানা দিয়েছেন। এছাড়া দেশবিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে চিহ্নিত করে মাওবাদী নিধনে তৎপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এরপর খলিস্তানপন্থীদের বিরুদ্ধে সক্রিয় হল জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, শুক্রবার পঞ্জাবের বেশ কয়েকটি এলাকায় হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা। তবে এই হানায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, ২০২৩ সালের মার্চে কানাডাস্থিত ভারতীয় দূতাবাসের বাইরে খলিস্তানপন্থীরা বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা দূতাবাসের ভিতরে দুটি গ্রেনেড নিক্ষেপ করে। এদিন পঞ্জাবের মোগা, অমৃতসর, গুরদাসপুর এবং জলন্ধরে জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা হানা দিয়েছে।
জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা আরও জানিয়েছেন, কানাডাস্থিত ভারতীয় দূতাবাসে খলিস্তানপন্থীদের বিক্ষোভের পরে জাতীয় তদন্তকারী সংস্থা ২০২৩ সালের জুনে এফআইআর দায়ের করে। উল্লেখ্য, সারা দেশে চোখে পড়ার মতো আর্থ-সামাজিক বৈষম্য সৃষ্টি হয়েছে। এছাড়া ভারতের মাটিতে চলছে ব্যাপক হারে নারী নির্যাতন। নাবালিকা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক নাগরিকরা যৌন নির্যাতনের শিকার। লাগাতারভাবে চলছে ধর্ষণও। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে চলেছে।