নয়াদিল্লিঃ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ। অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিতে পথে নেমেছেন চিকিৎসক, পড়ুয়া নার্স সহ বহু সাধারণ মানুষও। আজ সোমবার মৃত চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।এই ঘটনাকে “হৃদয়বিদারক” বলে বর্ণনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সেই সঙ্গেই এই ঘটনা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদনও জানিয়েছেন।
৩১ বছর বয়সী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের মধ্যে কংগ্রেসের সিনিয়র নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তৃণমূল কংগ্রেস সরকারের কাছে দ্রুত এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন কংগ্রেস নেত্রী এক্সে এর একটি পোস্টে বলেছেন, “কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে একজন শিক্ষানবিশ চিকিৎসকের যৌন নিপীড়ন এবং হত্যার ঘটনা হৃদয়বিদারক। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা একটি বিশাল সমস্যা যার জন্য গুরুতর প্রচেষ্টা প্রয়োজন। আমি রাজ্য সরকারের কাছে আবেদন করছি। দ্রুত এবং কঠোরতম পদক্ষেপের জন্য যাতে নির্যাতিতার পরিবার এবং অন্যান্য ডাক্তাররা ন্যায়বিচার পান।”
कोलकाता के आरजी कर मेडिकल कॉलेज में ट्रेनी डॉक्टर के साथ दुष्कर्म और हत्या की घटना दिल दहलाने वाली है।
कार्यस्थल पर महिलाओं की सुरक्षा देश में बहुत बड़ा मुद्दा है और इसके लिए ठोस प्रयास की जरूरत है।
मेरी राज्य सरकार से अपील है कि इस मामले में त्वरित और सख्त से सख्त कार्रवाई…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 12, 2024
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বামপন্থীরাও কেন্দ্রীয় সংস্থার কাছে তদন্তের দাবি জানিয়েছেন। আজ সোমবার দুপুর ১টায় পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানিয়েছেন, “রবিবারের মধ্যে কিনারা না করতে পারলে CBI-কে দিয়ে দেব।” মমতা এদিন স্পষ্ট বক্তব্য রেখে জানিয়েছেন, ‘আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে। রবিবার পর্যন্ত যদি তাঁরা কুলকিনারা করতে না পারেন তাহলে এই কেসটা আমরা আমদের হাতে রাখব না। আমরা CBI-কে দিয়ে দেব।’