32 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home জাতীয় খবর প্রয়াত বিজেপির প্রবীণ নেতা, 'অপূরণীয় ক্ষতি', শোকপ্রকাশ করে লিখলেন প্রধানমন্ত্রী মোদী

প্রয়াত বিজেপির প্রবীণ নেতা, ‘অপূরণীয় ক্ষতি’, শোকপ্রকাশ করে লিখলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি:  প্রয়াত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ প্রভাত ঝা। দলের শীর্ষ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গেই বিজেপি নেতার পরিবারের প্রতি তার শোক প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন। এদিন দলকে শক্তিশালী করতে  প্রধানমন্ত্রী প্রভাত ঝা-এর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

- Advertisement -

সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “আমি প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ প্রভাত ঝা জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি  তাঁর উত্সর্গকে কাছ থেকে দেখেছি এবং তিনি কীভাবে সক্রিয়ভাবে সংগঠনটিকে শক্তিশালী করেছিলেন।” জনসেবা, সাংবাদিকতা এবং লেখালেখিতে ঝা-এর অবদানের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি  লিখেছেন, ” তাঁর জনসেবামূলক কাজের পাশাপাশি, প্রভাত ঝা সাংবাদিকতা এবং লেখালেখিতে অমূল্য অবদান রেখেছিলেন। এই শোকের সময়ে তাঁর পরিবার এবং সমর্থকদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি!”

দীর্ঘ অসুস্থতার পর শুক্রবার  ৬৭ বছর বয়সে দিল্লিতে প্রভাত ঝা  প্রয়াত হন। তাঁর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও তাদের শোক প্রকাশ করেছেন। অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “প্রবীণ বিজেপি নেতা প্রভাত ঝাজির মৃত্যু বিজেপি পরিবারের জন্য একটি অপূরণীয় ক্ষতি। ঝা জি, যিনি দেশ ও সংগঠনের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন, মধ্যপ্রদেশে দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাজ্যসভার সাংসদ হিসাবে, তিনি ধারাবাহিকভাবে জনস্বার্থের উদ্যোগের প্রচার করেছেন। দুঃখের এই সময়ে, সমগ্র বিজেপি তাঁর পরিবারের সাথে দাঁড়িয়েছে। ঈশ্বর তাঁর পদ্মের পায়ে বিদেহী আত্মার জন্য স্থান দান করুন। ওম শান্তি শান্তি শান্তি।”  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও  ঝাকে সম্মান জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভারতীয় জনতা পার্টি মধ্যপ্রদেশের প্রাক্তন রাজ্য সভাপতি, প্রবীণ নেতা, শ্রদ্ধেয় শ্রী প্রভাত ঝা জি-এর মৃত্যুতে অত্যন্ত দুঃখজনক সংবাদ পেয়েছি।” যাদব অব্যাহত রেখেছিলেন, “বাবা মহাকাল, দয়া করে প্রয়াত আত্মাকে স্থান দিন এবং শোকাহত পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দিন।”

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...