নয়াদিল্লি: সিএএ, এনপিআর, এনআরসির বিতর্ক, আন্দোলন একাধারে চলছে। এই পরিস্থিতিতেই পয়লা এপ্রিল থেকেই চালু হতে চলেছে জাতীয় জনসংখ্যাপঞ্জি বা এনপিআর-এর প্রক্রিয়া। সূত্র অনুযায়ী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হবেন প্রথম ব্যক্তি যার নাম নথিভুক্ত করা হবে জাতীয় নাগরিকপঞ্জিতে। এদিনই নাম নথিভুক্ত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু-রও।
ভারতে বসবাসকারী সকল মানুষের একটি তালিকা হল জাতীয় জনসংখ্যাপঞ্জি। নাগরিকত্বের প্রমাণ দেখালে তবেই নাম নথিভুক্ত হবে খসড়া তালিকায়। এই এনপিআরকে, এনআরসি চালু করার প্রথম ধাপ হিসেবেই দেখছে নানান মহল। দেশের নানান রাজ্যে এই নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রক্রিয়া চালু হওয়া নিয়ে দেশের বিক্ষোভের মাঝেই গতবছরের ২৪ ডিসেম্বর ছাড়পত্র দেওয়া হয় এনপিআরকে।
রাজ্যে এবং দেশে প্রবল বিক্ষোভ এবং আন্দোলনের কারণে পশ্চিমবঙ্গ সরকার এবং কেরল সরকার এই প্রক্রিয়াকে বন্ধ রাখার ঘোষণা করেছে। কেরল সরকার এনপিআরকে সাংবিধানিক মূল্যবোধ থেকে বিচ্যুত বলে জানায়। পাশাপাশি এনপিআর-এর বিরোধিতা করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
একদিকে কেন্দ্র জানাচ্ছে এই প্রক্রিয়া চালু করার স্বার্থ একটাই দেশের জনগণের থেকে বিদেশিদের পৃথক করা। অন্যদিকে এই প্রক্রিয়ার বিরোধইতায় আবেদন করে জানানো হয়েছে, এই আইন অনুযায়ী সংগৃহীত তথ্য সুরক্ষিত না। যদিও এখনও সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে এই প্রক্রিয়া।