নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে মুখ খুললেন। এই প্রথম আরজিকরের ঘটনা প্রসঙ্গে সরকারিভাবে বিবৃতি দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার রাষ্ট্রপতি যে বিবৃতি দিয়েছেন তাতে বলেছেন, নারীকে একাংশ মনে করছেন কম ক্ষমতাসম্পন্ন, কম বুদ্ধিমান হিসেবে। এই ধরনের মানসিকতা শোচনীয়।
এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কলকাতাতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা একমাত্র ঘটনা নয়, সারা দেশজুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে। দেশজুড়ে নারীর প্রতি যে হিংসা কিংবা অপরাধের ঘটনা ঘটেছে দুঃখজনকভাবে যৌথ স্মৃতিভ্রষ্টতা বলে আখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ভারতে প্রতিদিনই মহিলাদের হেনস্থা করা হচ্ছে আর মহিলাদের প্রতি নৃশংস আচরণ।
উদ্বেগজনক এই পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যথেষ্ট হয়েছে। কোনও সভ্যসমাজ কন্যা ও বোনেদের প্রতি এধরনের নৃশংস আচরণ বরদাস্ত করতে পারে না। ভারতে নির্ভয়া-কাণ্ডের পরে গত ১২ বছরে ভারতজুড়ে এই ধরনের অসংখ্য মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর মধ্যে মোটে কয়েকটি্ ধর্ষণের ঘটনা জাতীয় সংবাদমাধ্যমের নজর কেড়েছে।
এদিন রাষ্ট্রপতি তাঁর দেওয়া বিবৃতিতে আরও বলেছেন, ২০১২ সালে নির্ভয়া-কাণ্ডের পরে আমরা স্থির করেছিলাম দেশে যেন এধরনের ঘটনা না ঘটে। এব্যাপারে পরিকল্পনা তৈরি করেছিলাম। আমাদের কাজ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত দেশের নাগরিক কোনও মহিলা নিরাপত্তাজনিত অভাব বোধ করবেন।