খাস ডেস্ক: মঙ্গলবার মহারাষ্ট্র সফরে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন রাষ্ট্রপতি মহারাষ্ট্র বিধানসভায় যাবেন এক বিশেষ অনুষ্ঠান উপলক্ষে। এদিকে রাষ্ট্রপতির সফর নিরুপদ্রব নয়। ধর্ষণ এবং যৌন হেনস্থা রুখতে শক্তি বিলে ছাড়পত্র দেওয়ার দাবিতে এদিন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছেন দলীয় সমর্থকরা। সূত্রের খবর, রাজ্য সচিবালয়ের বাইরে এদিন বিক্ষোভ চলেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ধর্ষণের প্রতিবাদে কঠোর আইন প্রণয়ন করতে শক্তি বিলে ছাড়পত্র দেওয়া জরুরি কাজ। অথচ কাজটা দিনের পর দিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। এদিন বিক্ষোভরত এনসিপি (শরদ পাওয়ার) কর্মীদের এই অভিযোগ। এছাড়া দাবি উঠেছে, ভারতের অন্য রাজ্যগুলো-সহ মহারাষ্ট্রেও লাগাতারভাবে নারীর প্রতি যৌন হেনস্থার ঘটনা ঘটছে।
এব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এনসিপি (শরদ পাওয়ার) নেতা অনিল দেশমুখ বলেছেন, ক্ষমতায় থাকাকালীন আমরা শক্তি বিল পাস করেছিলাম। সূত্রের খবর, শক্তি বিল বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছাড়পত্র পাওয়ার অপেক্ষায়। রাষ্ট্রপতি ছাড়পত্র দিলেই শক্তি বিল আইনে পরিণত হবে।
কলকাতায় আরজিকরে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পরে সারা দেশের নানা রাজ্যে নাবালিকা ও প্রাপ্তবয়স্ক মহিলাদের ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা সামনে আসছে। মহারাষ্ট্রের বাদলাপুরে দুই স্কুলছাত্রী যৌন হেনস্থার শিকার হওয়ার পর নাগরিক সমাজ প্রতিবাদে সামিল। প্রসঙ্গত, ২০২০ সালের শক্তি ক্রিমিনাল বিল আইনে পরিণত হলে দোষীর মৃত্যুদণ্ড দেওয়া হবে।