খাসডেস্ক: ফ্রিজে ভর্তি মানব শরীরের টুকরো। এক এক করে গুনে দেখা গেল ৩০ টি। হাড়হিম করার খুনের ঘটনাটি বেঙ্গালুরুর (BENGALURU)। গত শনিবারই তা প্রকাশ্যে আসে। তদন্ত শুরু হতেই জানা গিয়েছিল এগুলি এক মহিলার। বেঙ্গালুরুতে মহিলা খুনের ঘটনায় এবার আততায়ীকে সনাক্ত করল পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারির চেষ্টা চলছে। আততায়ী একজন বহিরাগত। জানালেন বেঙ্গালুরুর সিটি পুলিশ কমিশনার বি দয়ানন্দ।
আরও পড়ুন: অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে, নিউমোনিয়া, টাইফয়েড নিয়ে বড় বিপদ, আশঙ্কার কথা শোনাল ICMR
সোমবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা জানান, “পুলিশ মহিলা খুন সংক্রান্ত একাধিক তথ্য জোগাড় করেছে। অভিযুক্তের সঙ্গে পশ্চিমবাংলার যোগসূত্র রয়েছে।“ মহিলা নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকার কি করছে, সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, মহিলা নিরাপত্তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে বহু পদক্ষেপ গ্রহণ করেছে। এই বিষয়ে রাজ্য সরকার সতর্কও বটে।
আরও পড়ুন: ১৭ র পর ২৭, দিন বদলে এবার ১ অক্টোবর, স্বতঃপ্রণোদিত মামলায় পিছলো শুনানি
মহালক্ষ্মী নামের ওই মহিলা বেঙ্গালুরুতে (BENGALURU) একটি সিঙ্গল রুমে থাকতেন। সিনিয়র পুলিশ অফিসার এন সতীশ কুমার এদিন জানান, মহালক্ষ্মী আদতে অন্য রাজ্যের বাসিন্দা। তিনি একটি মলে কাজ করতেন। তাঁর স্বামী অন্য শহরে কাজ করেন। পুলিশের অনুমান বডি পার্টস পাওয়ার অন্তত ২ সপ্তাহ আগে মহিলা খুন হয়েছেন। দেহাংশ উদ্ধারের সময় কাটা শরীরের টুকরোগুলোতে কিলবিল করছিল পোকা।