নয়া দিল্লি: নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মদিন উপলক্ষে দেশবাসীকে বিশেষ উপহার দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নিজেই একথা টুইটে জানান তিনি। আগামী ২৩ জানুয়ারি, রবিবার ইন্ডিয়া গেটে নেতাজীর হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ভারতবর্ষকে স্বাধীন করতে নেতাজী সুভাষ চন্দ্র বসুর অবদানকে সম্মান জানাতে ইন্ডিয়া গেটে তাঁর মূর্তি স্থাপন করা হবে। তবে গ্রানাইট দিয়ে তৈরি মূর্তিটি সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতাজীর একটি হলোগ্রাম প্রজেক্ট করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২৩ তারিখ হলোগ্রাম মূর্তিটির উদ্বোধন করা হবে। নেতাজীর মূর্তিটি অমর জওয়ান জ্যোতির ঠিক নিচেই স্থাপন করা হবে।
কয়েকদিন আগেই বিজেপি নেতা দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজীর একটি মূর্তি স্থাপনের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন তিনি। পাশাপাশি, ২৩ জানুয়ারি জাতীয় ছুটির দিন হিসেব ঘোষণার অনুরোধ জানিয়েছিলেন।
একদিকে ট্যাবলো বিতর্ক, অন্যদিকে ৫০ বছর ধরে প্রজ্বলিত অমর জওয়ান জ্যোতির শিখা নেভানোর বিতর্ক- এই দুই তীব্র বিতর্কের মাঝেই ‘হলোগ্রাম স্ট্যাচু’র টুইস্ট দিলেন প্রধানমন্ত্রী।
সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে বাংলার ট্যাবলোকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ জানতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠান। এরপর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিঠির উত্তরে জানিয়েছিলেন, ‘সাধারণতন্ত্র দিবসের প্যারেডে যে সব ট্যাবলো অংশ নেয় তা বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত পারদর্শিতা কাজ করে। এই চয়ন প্রক্রিয়ার মাধ্যমেই ৪ বার বাংলা প্যারেডে অংশ নিয়েছিল।’
সদ্য এক নতুন বিতর্ক শুরু হয় ভারতীয় শহীদদের স্মরণে জ্বলতে থাক অমর জওয়ান জ্যোতির শিখা নেভানো ঘিরে। বিরোধীরা কেন্দ্রের দিকে আঙুল তোলে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ওই শিখা নেভানো হচ্ছেনা, অমর জ্যোতি জওয়ান ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে স্থানান্তর করা হবে।