নয়াদিল্লি: এক সপ্তাহের কিছু সময় আগে টানা বৃষ্টিতে কেরলের ওয়ানাড জেলায় নামে পর পর ভুমিধ্বসে। তাতেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বহু জায়গা। এমন অবস্থা দেখলেই চোখ জলে ভরে যাবে। প্রাকৃতিক দুর্যোগের জেরে ৪১৭ জনের প্রাণহানি হয়েছে। সেই ভুমিধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার কেরলের ওয়েনাড জেলা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী । জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী জেলার ভূমিধস-বিধ্বস্ত চুরমালা এবং মুন্ডক্কাই গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখবেন। ভূমিধস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর, নমো একটি ত্রাণ শিবির পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে, যেখানে বর্তমানে ১০ হাজারের বেশি লোক রয়েছেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সহ কেরালা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের বেশ কয়েকজন সাংসদ ওয়ানাড ভূমিধসকে “জাতীয় বিপর্যয়” হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে অনুরোধ করার পরে প্রধানমন্ত্রীর সফরের খবর এসেছে। প্রধানমন্ত্রী মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বুধবার, সংসদে জিরো আওয়ারে বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধী বুধবার ক্ষতিগ্রস্থদের বেশি পরিমাণে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। রাগা বলেছেন, “আমি আমার নিজের চোখে দেখেছি। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি যেখানে বিপর্যয় ঘটেছে। কিছু ক্ষেত্রে, একটি সম্পূর্ণ পরিবার চলে গিয়েছে।” অন্যদিকে মঙ্গলবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন যে রাজ্য নিশ্চিত করবে যে ভূমিধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিশ্বমানের পুনর্বাসন সুবিধা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমরা বিশ্বমানের পুনর্বাসন নিশ্চিত করব। আমাদের লক্ষ্য হল একটি পুনর্বাসন মডেল বাস্তবায়ন করা যা জাতি এবং বিশ্বের জন্য একটি উদাহরণ হিসাবে কাজ করতে পারে।”