28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home জাতীয় খবর ইউক্রেনের পরে সিঙ্গাপুর দু’দিনের সফরে মোদী, বিস্তারিত জানাল বিদেশ মন্ত্রক

ইউক্রেনের পরে সিঙ্গাপুর দু’দিনের সফরে মোদী, বিস্তারিত জানাল বিদেশ মন্ত্রক

খাস ডেস্ক: এনডিএ সরকার তৃতীয় দফায় ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে বেরিয়ে পড়েছেন। ইতিমধ্যে রা্শিয়া, ইউক্রেন সফর করেছেন। এরপর মোদী সিঙ্গাপুর সফরে যাবেন। চলতি মাসের ৪ ও ৫ তারিখ মোদী সিঙ্গাপুর সফরে যাচ্ছেন। গত ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী। তবে ৪ ও ৫ তারিখ নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী সিঙ্গাপুরে যাচ্ছেন না বলে জানা গিয়েছে।

- Advertisement -

প্রধানমন্ত্রী হিসেবে ২০১৪ সালে মোদী ক্ষমতাসীন হওয়ার পর তাঁর ঘনঘন বিদেশসফর ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুললেও মোদী সেসবের পরোয়া করেননি। সংবাদমাধ্যমে এসম্পর্কে যে সমালোচনা হয়েছে তাতেও মোদী নির্বিকার। নতুন করে মোদী একের পর এক বিদেশ সফর করছেন এমন একসময় যখন ভারতের অভ্যন্তরীঁণ পরি্স্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

একে তো গোটা দেশজুড়ে তীব্র দারিদ্র্য, বেকারত্ব, এছাড়া বাংলায় মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পরে জাতীয় সংবাদমাধ্যমে লাগাতারভাবে প্রকাশিত হচ্ছে নাবালিকা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলাদের প্রতি যৌন নির্যাতনের ঘটনা। একইসঙ্গে চলছে ধর্ষণও।

- Advertisement -

দেশের সংসদীয় রাজনৈতিক দলগুলো ভারতের মাটিতে সামাজিক অস্থিরতা নিয়ে পরস্পরের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে। এই পরিস্থিতিতে বারংবার দেশ ছাড়ছেন মোদী। তবে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি জানানো হয়েছে, মোদীর সিঙ্গাপুর সফরের ফলে উপকৃত হবে ভারত ও সিঙ্গাপুর উভয়দেশই।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৬ বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের দাবি, মোদীর সিঙ্গাপুর সফরে ভারত-সিঙ্গাপুর দু’দেশের কৌশলগত সমঝোতা আরও শক্তিশালী হবে। আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলোর দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে সিঙ্গাপুরের বাণি্জ্যিক সম্পর্ক বর্তমানে সবচেয়ে শক্তিশালী। ২০২৩ সালে সিঙ্গাপুর ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করেছে ১১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

ভারত সরকারের দাবি, মোদীর আসন্ন সিঙ্গাপুর সফরের ফলে নানা শিল্পক্ষেত্রে ভারত উপকৃত হবে। এদিকে ওয়াকিবহাল মহলের মতে, ভারতীয় সমাজে নারীর প্রতি যৌনহিংসা-সহ যে অস্থিরতাগুলো চলছে তাতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...