খাস ডেস্ক: মঙ্গলবার ওড়িশা সফরে গিয়ে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদীর জন্মদিন। ৭৪ বছর বয়স্ক মোদী মঙ্গলবার তাঁর জন্মদিন উপলক্ষে ওড়িশা সফরে এসে নিজের জন্মদিনে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করেন। সূত্র্রের খবর, মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করা থেকে শুরু করে রেল ও জাতীয় হাইওয়ে প্রকল্পের উদ্বোধন করেছেন।
এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজু পটনায়েক বিমানবন্দরে অবতরণ করেন। এদিন মোদী ২১ থেকে ৬০ বছর বয়স্ক মহিলাদের জন্যে যে আর্থিক প্রকল্পের উদ্বোধন করেছেন সেই প্রকল্পের নাম সুভদ্রা প্রকল্প। এই প্রকল্পে ২০২৪-২০২৫ সাল থেকে ২০২৮-২০২৯ সাল পর্যন্ত সময়সীমায় ওড়িশার বাসিন্দা মহিলারা ৫০ হাজার টাকা করে পাবেন। প্রতি বছর ১০ হাজার টাকা দুদফায় অন্তত ১ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।
সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তা ২ হাজার ৮০০ কোটি টাকার। এছাড়া যে্ জাতীয় হাইওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেটি ১,০০০ কোটি টাকার। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার বাসিন্দা ১০ লক্ষাধিক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছেন। এছাড়া এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা ২০২৪ অ্যাপেরও উদ্বেোধন করেছেন।