খাস ডেস্ক: সম্প্রতি ইউক্রেন সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সাল খেকে শুরু হওয়া রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মোদী বলেছেন, তিনি পুরোপুরিভাবে যুদ্ধের বিপক্ষে। নিরপেক্ষ নন, শান্তির পক্ষে।
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মোদী। জেলেনস্কিকে মোদী সাফ জানিয়েছেন, ইউক্রেনের উপর ধারাবাহিকভাবে রাশিয়া যে হামলা চালিয়ে যাচ্ছে ব্যক্তিগতভাবেও তিনি তাঁর বিরোধী। এরপর মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথাবার্তা বললেন। এদিন পুতিনের সঙ্গে কথা বলে মোদী এক্স হ্যান্ডেলে বলেছেন, পুতিনের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে তাঁর কথা হয়েছে। যেমন, কথা হয়েছে রাশিয়া বনাম ইউক্রেনের সংঘাত নিয়ে। এছাড়া কথা রয়েছে দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক নিয়েও।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদী এদিন যে কথাবার্তা বলেছেন তা তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেও মোদী রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পুতিনকে বলেছেন, আলোচনা ও কূটনৈতিক সমঝোতাই শান্তি ফেরানোর একমাত্র রাস্তা।
এদিকে পুতিনের নির্দেশে রাশিয়া লাগাতারভাবে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। গত সোমবারও রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে। নতুন করে ড্রোন এবং মিসাইল হামলায় ইউক্রেনের বাসিন্দা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাশিয়া ওই হামলা চালিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন এলাকায়।