নয়াদিল্লি: কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরে গিয়েছিলেন। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল মোদীর প্রথম রাশিয়া সফর। সূত্রের খবর রাশিয়ার পর এবার ইউক্রেনে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, পূর্ব ইউরোপীয় দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে নতুন করে বৈশ্বিক প্রচেষ্টার মধ্যে ভারত ও ইউক্রেন আগামী মাসে কিয়েভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সম্ভাবনা দেখছে। জানা গিয়েছে মোদী ২৪ আগস্ট ইউক্রেনের জাতীয় দিবসের আশেপাশে কিয়েভ যেতে পারেন এবং ইউক্রেন সফর শেষ করে পোল্যান্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নরেন্দ্র মোদী পোল্যান্ড সফর করেন, চার দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সেই দেশে প্রথম সফর। প্রধানমন্ত্রীর দুই দেশ সফর ২৩-২৪ আগস্টের দিকে শুরু হতে পারে বলেই সূত্র জানিয়েছে। তবে এই সফল প্রসঙ্গে সেইভাবে নিশ্চিত করে এখনো কিছু জানা যায়নি। ভারত বা ইউক্রেনের পক্ষ থেকে এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো কথা বলা হয়নি।
প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে পর থেকে ভারত বরাবরই সমতা বজায় রেখেছে। কারোর পক্ষ না নিয়ে দুই দেশকেই যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন ও রাশিয়া দুই দেশেরই রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেন এবং তাদের যুদ্ধ বিরতির জন্য আহ্বান জানান। সম্প্রতি রাশিয়া সফরে গিয়েও রাশিয়ায় রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। জানিয়ে রাখা ভাল, ১৪ জুন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে বৈঠকে মোদী জানিয়েছিলেন যে ভারত রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করার জন্য তার উপায়ে সবকিছু করতে থাকবে। এমনকি মোদী জেলেনস্কিকে আরও বলেন যে ভারত ইউক্রেনের সংঘাতের সমাধান খুঁজতে একটি “মানবকেন্দ্রিক” পদ্ধতিতে বিশ্বাস করে। সেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানান।