
নয়াদিল্লি: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া নিয়েই দেশজুড়ে ঝড় উঠেছে। কংগ্রেস সদস্যরা প্রতিবাদে সরব হয়েছে। দিল্লিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদের বাজেট অধিবেশন। তার আগেই কালো পোশাক পড়ে বহু বিরোধী সাংসদ প্রতিবাদ জানিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সোমবার আদানি ইস্যু এবং লোকসভা সাংসদ হিসাবে রাহুল গান্ধীর অযোগ্যতার বিষয়ে কেন্দ্র সরকারকে নিশানা করেছেন। তাঁর নিশানা থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
কালো পোশাক পরে বিরোধী সাংসদের প্রতিবাদ জানানোর জন্য তিনি সকলেই ধন্যবাদ জানিয়েছেন। কংগ্রেস প্রধান বিস্ফোরক অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মল্লিকার্জুন খাড়গে বলেছেন তাঁরা কালো পোশাক পরেছিলেন কারণ তাঁরা দেশের মানুষকে দেখাতে চান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে গণতন্ত্রের অবসান ঘটাচ্ছেন। এদিন সংসদের বাইরে দাঁড়িয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেছেন, “কেন আমরা এখানে কালো পোশাক পরে আছি? আমরা দেখাতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গণতন্ত্র শেষ করছেন। তিনি প্রথমে স্বায়ত্তশাসিত সংস্থাগুলি শেষ করেছিলেন, তারপর যারা নির্বাচনে জয়ী হয়েছিল তাদের হুমকি দিয়ে তারা সর্বত্র তাদের নিজস্ব সরকার স্থাপন করেছিল। তারপর তারা ইডি, সিবিআইকে ব্যবহার করে সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা মাথা নত করেনি।” যে সমস্ত সাংসদরা প্রতিবাদ জানাতে ময়দানে নেমেছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন খাড়গে। বলেছেন, “রাহুল গান্ধীর অযোগ্যতার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আমি বিরোধী নেতাদের ধন্যবাদ জানাই। “
উল্লেখ্য, বাজেট অধিবেশনের আগে রাজ্যসভার বিরোধী দলের নেতা যৌথ সংসদীয় কমিটি গঠনের সুবিধা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, রিপোর্ট আসার পর স্বচ্ছতা আসবে। তিনি মোদী সরকারকে নিশানা করে বলেন, “তারা সংসদে সবকিছুর সত্যতা চায়। সরকার আমাদের উত্থাপিত প্রশ্নের উত্তর দিতে পারেনি।” বলা ভালো যে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার পর বিরোধীরা নিজেদের জোটকে আরও শক্তিশালি করছে।