খাস ডেস্ক: ১৯৯১ সালে ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইতিহাস গড়ে সেই দেশে পা রাখলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে পৌঁছেছেন। সেখানে পৌঁছেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। ইউক্রেনে পৌঁছালে সেখানে থাকা সকলকে নমস্তে বলে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী মোদীকে। আজ তাঁর বৈঠক করার কথা রয়েছে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।
ইউক্রেন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে প্রথমবারের মতো কিয়েভে পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গেই ২০২২ সালে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়ার পর ইউক্রেনে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে দৃষ্টিভঙ্গি শেয়ার করবেন বলে আশা করা হচ্ছে। মস্কোতে নমোর হাই-প্রোফাইল সফরের প্রায় ছয় সপ্তাহ পরে এই সফরটি এসেছে। প্রধানমন্ত্রী তাঁর দুই দেশ সফরের দ্বিতীয় ও শেষ পর্যায়ে প্রায় ১০ ঘন্টা সময় নিয়ে একটি ‘রেল ফোর্স ওয়ান’ ট্রেনে পোল্যান্ড থেকে কিয়েভ পৌঁছেছেন। তাঁর সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
⚡ Indian PM Modi arrived in Kyiv for the first time in the history of Ukraine-India bilateral relations.
📹: Ukrzaliznytsia / Instagram pic.twitter.com/N1lBzOy06P
— UNITED24 Media (@United24media) August 23, 2024
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের নিয়ে পুতিনের পর জেলেনস্কির সঙ্গে মোদীর কি আলোচনা হয় সেই দিকেই নজর রয়েছে গো সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার এবং চলমান ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে দৃষ্টিভঙ্গি ভাগ করার বিষয়ে কথোপকথনের সুযোগের অপেক্ষায় আছি।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদীর সাক্ষাতের তীব্র নিন্দা করেছিলেন জেলেনস্কি।