শেষ প্রচারে ঝড় বিজেপি-আপের, সুরাটে আজ সভা করবেন প্রধানমন্ত্রী মোদী-কেজরিওয়াল

0
25

আহমেদাবাদ: গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আর মাত্র চার দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারে নেমেছেন শাসক বিরোধী দলের শীর্ষ মুখ । গুজরাটের জমি কেউ কাউকে এক ইঞ্চি ছাড়তে নারাজ। শাসক চাইছে প্রত্যাবর্তন আর বিরোধীরা চাইছে পরিবর্তন। সব মিলিয়ে জমে উঠেছে গুজরাট বিধানসভা নির্বাচনের লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আম আদমি পার্টি জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের আজ ‘হীরের শহর’ সুরাটে প্রচার করার কথা।

দুই মহারথীই শেষ বেলায় নামছেন ময়দানে। কে কতটা ঝড় তুলতে পারেন সেই দিকেই নজর রয়েছে গোটা দেশের। সুরাট ঐতিহ্যগতভাবে ক্ষমতাসীন বিজেপির দিকে ঝুঁকেছে কারণ টেক্সটাইল এবং হীরা ব্যবসায়ীরা বিজেপিলে সমর্থন করে। সেই জায়গাতেই ভোটবাক্সে থাবা বসাতে চাইছে আপ। ‘হীরের শহর’ আজ সাক্ষী থাকবে বড় নির্বাচনী প্রচারের দিকে। বিজেপি জানিয়েছে, বিমানবন্দর থেকে সমাবেশস্থল পর্যন্ত ২৫ কিলোমিটার রোড-শোর পরে প্রধানমন্ত্রী মোদী সুরাটের মোটা ভারাছাতে একটি জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভারুচ জেলার নেত্রং এবং খেদা জেলার মেহমেদাবাদে সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- এবার শুভেন্দুর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ভাইয়ের মানহানি মামলা, সমন পাঠাল কোর্ট

অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সুরাটের দুই দিনের সফরে, টেক্সটাইল শিল্পের নেতাদের পাশাপাশি রত্ন কারিগরদের সঙ্গে টাউনহল বৈঠক করবেন এবং যোগী চকে একটি জনসভায় ভাষণ দেবেন। আপ জানিয়েছে কেজরিওয়াল কাতারগামে একটি রোডশোও করবেন। রাজ্য AAP সাধারণ সম্পাদক মনোজ সোরাথিয়া দাবি করেছেন টেক্সটাইল এবং হীরা শিল্পের সঙ্গে যুক্ত নেতারা আপকে সমর্থন করে। তিনি জোর গলায় বলেছেন, “গুজরাটের মধ্যে, সুরাট আজ AAP-এর কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন আজ গুজরাটের বৃহত্তম নাগরিক সংস্থা। আমাদের অভ্যন্তরীণ সমীক্ষা অনুসারে, AAP বিজেপির থেকে বেশি ভোট ভাগ নিয়ে ১২টি আসনেই এগিয়ে আছে।” সব মিলয়ে সুরাটবাসীর কাছে নির্বাচনের আগে আজ জমজমাট রবিবার। দুই মহারথীর প্রচাররে ফল কোন দিকে যায় সেই উত্তর মিলবে আগামী ৮ ডিসেম্বর।