নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী( PM Modi )তাঁর দুই দেশ পোল্যান্ড ও ইউক্রেন সফর শেষে আজ দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী মোদীর পোল্যান্ড যাত্রা ছিল ৪৫ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। সেখান থেকে ইউক্রেনে যাওয়াও ছিল ছিল ভারত থেকে কোনও প্রধানমন্ত্রীর প্রথম সফর। । ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মোদী। কথা হয়েছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে।
ইউক্রেন সফরের সময়, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের সনদ সহ আন্তর্জাতিক আইনের নীতিগুলি সমুন্নত রাখতে আরও সহযোগিতার জন্য তাদের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। সূত্রের খবর দুই রাষ্ট্রপ্রধান এই বিষয়ে আরও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সংলাপের আকাঙ্ক্ষার বিষয়ে একমত হয়েছেন। ভারতীয় পক্ষ মোদী তাঁর নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং সংলাপ এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের দিকে মনোনিবেশ করেছে, যার একটি অংশ হিসাবে, ভারত ২০২৪ সালের জুন মাসে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত ইউক্রেনে শান্তির শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় পক্ষ ভারতের এই ধরনের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে এবং পরবর্তী শান্তি সম্মেলনে উচ্চ-স্তরের ভারতীয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছে।
সূত্রের খবর, মোদী ও জেলেনস্কির মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে শুরু করে কৌশলগত সম্পর্ক, সামরিক সহযোগিতার মতো বিষয়। একথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ভারতের তরফেও বিবৃতি দিয়ে একই কথা জানানো হয়েছে। পোল্যান্ড সফরের সময়, প্রধানমন্ত্রী মোদী তাঁর সমকক্ষ ডোনাল্ড টাস্কের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। দুই দেশ তাদের সম্পর্ককে “কৌশলগত অংশীদারিত্ব”-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে দুই নেতা ইউক্রেনে যুদ্ধের ভয়াবহ ও দুঃখজনক মানবিক পরিণতি সহ তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেন।