
নয়াদিল্লি: পূর্বের ঘোষণা মতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর বার্ষিক ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে ছাত্র, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। একে অপরের সময়েই কথা বলার সময়েই প্রধানমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের পড়াশোনা নিয়ে দিয়েছেন বিশেষ বার্তা। পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে সন্তানদের চাপ না দেওয়ার পরামর্শ অভিভাবকদের দিয়েছেন নমো।
এমন অনেক অভিভাবক রয়েছেন যারা পড়াশোনার জন্য সন্তানদের চাপ দেন এবং ক্লাসের প্রথম দিকে দিকে থাকা ছাত্রদের মত পরীক্ষায় নম্বর পেতে বলেন। এইগুলিই ছাত্রদের মনের উপর চাপ বৃদ্ধি করে উল্লেখ করে নমো এদিন বলেছেন, “আমি অভিভাবকদের তাদের সন্তানদের চাপ না দেওয়ার জন্য অনুরোধ করছি। তবে একইসঙ্গে, শিক্ষার্থীদেরও তাদের সামর্থ্যকে অবমূল্যায়ন করা উচিত নয়।” নয়াদিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘পরীক্ষা পে চর্চা’-র ষষ্ঠ সংস্করণ থেকে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “পরিবারের সদস্যদের অনেক প্রত্যাশা থাকা খুবই স্বাভাবিক এবং এতে দোষের কিছু নেই, তবে সামাজিক মর্যাদার কারণে যদি পরিবারের সদস্যদের এই প্রত্যাশা থাকে তবে তা উদ্বেগের বিষয়।” জানিয়ে রাখা ভাল, পরীক্ষা পে চর্চাতে অংশগ্রহণের জন্য চলতি বছর ৩৮ লাখেরও বেশি শিক্ষার্থী নজেদের নাম নিবন্ধিত করেছে। যার মধ্যে ১৬ লক্ষ্য রাজ্যের বোর্ডের।
আরও পড়ুন- কেন ভারত জোড় যাত্রায় যোগ দিয়েছেন, জানালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী Omar Abdullah
“চাপের দ্বারা কোনও কিছু দমন করবেন না। মনোযোগী থাকুন।” এদিন এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ক্রিকেটের উপমা টেনে বলেন, “ক্রিকেটের মতো, একজন ব্যাটম্যানের লক্ষ্য দর্শকদের আওয়াজের দিকে নয় বরং খেলার দিকে থাকে, একইভাবে, আপনার মনোযোগ দেওয়া উচিত এবং পিতামাতার প্রত্যাশার দ্বারা খুব বেশি আচ্ছন্ন না হওয়া উচিত।” আলোচনা চলাকালীন একজন ছাত্র প্রধানমন্ত্রী মোদীকেও প্রশ্ন করেছিলেন। ছাত্রটি জানতে চায় “আরও গুরুত্বপূর্ণ কী? স্মার্ট ওয়ার্ক নাকি কঠোর পরিশ্রম?” যার জবাবে নমো বলেছেন, “কিছু লোক খুব কমই স্মার্ট কাজ করে এবং কিছু লোক স্মার্টলি কঠোর পরিশ্রম করে।” এর পরেই ছাত্রদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের এই দিকগুলির সূক্ষ্মতাগুলি শিখতে হবে এবং পছন্দসই ফলাফল অর্জনের জন্য সেই অনুযায়ী কাজ করা উচিত।”