জয়পুর: “আজকের শিশুরাই আগামীর ভারত তৈরি করবে”, এই কথাই বলতে শোনা গিয়েছিল পণ্ডিত জওহরলাল নেহেরুর মুখে। সেই উক্তি এবার কাজে হতে চলেছে। এখন থেকেই শিশুদের রাজনীতিতে হাত পাকাতে এক অভিনব জিনিস দেখা যাবে। চলতি বছর শিশু দিবসে ২০০ জন স্কুলপড়ুয়া রাজস্থান বিধানসভা পরিচালনা করবে বলেই জানানো হয়েছে।
আগামী ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে স্কুলের শিশুরা রাজস্থান বিধানসভার একটি বিশেষ অধিবেশন চলাকালীন সরকারের অভ্যন্তরীণ কাজগুলি দেখতে পাবে বলেই জানানো হয়েছে৷ রাজ্য বিধানসভা কীভাবে কাজ করে, কি হয় সেই বিষয়ে অভিজ্ঞতা লাভের জন্য প্রায় ২০০ জন শিশুকে বেছে নেওয়া হয়েছে। এই শিশুদের ১৪ নভেম্বর রাজস্থান বিধানসভার ভিতরে যেতে দেওয়া হবে এবং তারা হাউস চালানোর সুযোগ পাবে। সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে রাজস্থান বিধানসভার ইউটিউব চ্যানেলে। অধিবেশনটি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের রাজস্থান শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে।
স্কুলপড়ুয়া বিধানসভা পরিচালনা করায় সময় থাকবে একাধিক চমক। দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী ও শিশু দিবসের অধিবেশনে তাদের মুখ্যমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা এবং বিধায়কদের ভূমিকায় দেখা যাবে। থাকবে একটি প্রশ্নোত্তর পর্ব ও জিরো আওয়ারও। যেখানে শিক্ষার্থীরা উত্তর খুঁজতে সমস্যা উত্থাপন করবে। একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাজস্থান বিধানসভা দেশের প্রথম এই জাতীয় বিধানসভা হবে যেখানে এই জাতীয় অধিবেশনের আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজস্থানের স্পিকার সিপি জোশি, মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং সংসদের বিরোধীদলীয় নেতা গুলাব চাঁদ কাটারিয়া।