খাসডেস্ক: মহালয়ার সকালে দুর্ঘটনা। মহারাষ্ট্রের পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার (HELICOPTER CRASH) । দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৩ জনের। পুনের অক্সফোর্ড গলফ কোর্স থেকে হেলিকপ্টারটি টেক অফ করে মহারাষ্ট্রের বিডের দিকে উড়ে যায়। এনসিপি নেতা সুনীল তাতকারেকে মুম্বই নিয়ে যাওয়ার জন্য বাণিজ্যনগরীর বিডে যাচ্ছিল কপ্টারটি। টেকঅফ করার মিনিট পাঁচেকের মধ্যে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।
কপ্টার দুর্ঘটনার কারণ হিসেবে দৃশ্যমানতা কম থাকার বিষয়টিকেই দেখা হচ্ছে। সকাল সাড়ে সাতটা নাগাদ কপ্টারটি টেকঅফ করে। ঠিক তার ৫ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে যায়। চলতি বছরের গত মাসেই এমনই একটি কপ্টার দুর্ঘটনা ঘটেছিল পুনেতে। মুম্বইয়ের জুহু থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। সেই ঘটনায় আহত হয়েছিলেন ৪ জন।
আরও পড়ুন : থাকতে পারে বড় কোন ‘ষড়যন্ত্র’, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান নিয়ে রিপোর্ট গেল দিল্লিতে
AW 139 হেলিকপ্টারটিতে ৪ জন যাত্রী ছিলেন(HELICOPTER CRASH)। আহতরা হলেন আনন্দ ক্যাপ্টেন, দিয়ার দীর ভাটিয়া, অমরদীপ সিং, এসপি রাম। গ্লোবাল ভিক্ট্রা নামে একটি প্রাইভেট অ্যাভিয়েশন কোম্পানির কপ্টার ছিল সেটি।