বেঙ্গালুরু: ফের একবার বড় বিমান দুর্ঘটনা থেকে রেহাই পেল গো-এয়ারের একটি বিমান। টেক-অফের মুখেই আগুন ধরে গেল বিমানে। অল্পের জন্য বড় বিপদের থেকে বাঁচল বিমানের সব যাত্রীকে নিরাপদে বের করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
- Advertisement -
মঙ্গলবার সকালে বেঙ্গালুরু বিমানবন্দরে গো-এয়ারের আহমেদাবাদ-গামী একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানটি তখন টেক-অফ করছিল। আগুন বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিমানের সব যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। কর্তৃপক্ষের তরফে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে।
- Advertisement -