ভুবনেশ্বর: আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে সামিল গোটা দেশ। এই আবহে সামনে আসছে একের পর এক ধর্ষণের ঘটনা। এবার চলন্ত ট্রেনে এক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্যান্ট্রি কার কর্মীর বিরুদ্ধে। সহযাত্রীদের সহায়তায় উদ্ধার করা হয় নির্যাতিতাকে। আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।
ঘটনাটি ঘটেছে পুরী (Puri) থেকে ঋষিকেশগামী উৎকল এক্সপ্রেসে (Utkal Express)। যাত্রী সূত্রে জানা গিয়েছে, ওই ট্রেনের এসি-৩ কোচের বেশ কিছু যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল ওই প্যান্ট্রি কার কর্মী। রাত ২টো থেকে ৩টের সময় ট্রেনটি কটক থেকে জাজপুরের দিকে যাওয়ার সময় ওই প্রতিবন্ধী যাত্রী শৌচাগারে যাচ্ছিলেন। আর সেই সময়ই রামজিৎ সিং নামে এক প্যান্ট্রি কার কর্মী তাঁকে অনুসরণ করে। মহিলা শৌচাগারে ঢোকার সময় অভিযুক্ত কর্মীই জোর করে ঢুকে পড়ে। সেখানেই তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত কর্মী।
তাকে দেখে প্রতিবন্ধী মহিলা আত্মরক্ষার জন্য চিৎকার করতে শুরু করে। আর তাঁর চিৎকারেই ছুটে আসে সহযাত্রীরা। জোর করে দরজা খোলার পর সেখান থেকে টেনে বার করা হয় ওই অভিযুক্তকে। এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে ওই মহিলা। যাত্রীরা অভিযুক্তকে আটক করে রেখে চক্রধরপুর পৌঁছতেই তাকে তুলে দেওয়া হয় আরপিএফ (RPF)-এর হাতে।
সূত্রের খবর, অভিযুক্ত ওই প্যান্ট্রি কার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। চলন্ত ট্রেনে সহযাত্রীদের মধ্যে থেকে কীভাবে এক প্যান্ট্রি কার কর্মী এই রকম এক ঘটনা ঘটাতে পারে? সেই প্রশ্নই তুলেছে ট্রেনের যাত্রী সহ সাধারণ মানুষ।