
শ্রীনগর: সন্ত্রাসবাদীদের হানায় সম্প্রতি উত্তপ্ত হয়ে রয়েছে জম্মু-কাশ্মীর। একের পর এক সাধারণ নাগরিককে নিরবিচারে প্রকাশ্যে খুন করছে জঙ্গিরা। তাতেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে উপতক্যা জুড়ে। সন্ত্রাস দমনে থেমে নেই সুরক্ষা বাহিনীও। সন্ত্রাসবাদ দমনেই মিলেছে সাফল্য সেনাবাহিনীর সাথে এনকাউন্টারে মঙ্গলবার খতম হয়েছে পাকিস্তানি লস্কর জঙ্গি।
পশ্চিম জম্মু ও কাশ্মীরের সোপোরে পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে এনকাউন্টারে মঙ্গলবার পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার এক সন্ত্রাসবাদী খতম হয়েছে। এনকাউন্টারটি কুপওয়ারা থেকে ৪০ কিমি দূরে শুরু হয়েছিল। পুলিশ জানিয়েছে যে সোপোরে নিহত পাক সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক উপাদান উদ্ধার করা হয়েছে। জালুরা এলাকার পানিপোরা জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এনকাউন্টারের সময় কেন্দ্রশাসিত অঞ্চলের একজন সহ আরও তিনজন এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। পালিয়ে যাওয়া জঙ্গিদের খোঁজেও শুরু হয়েছে ব্যপক তল্লাশি অভিযান।
আরও পড়ুন- নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানাল ওমান
প্রসঙ্গত, কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়ানোর পিছনে প্রথম থেকেই রয়েছে পাকিস্তানের মদত। সুযোগ পেলেই সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যায়। তবে পাক জঙ্গি খতম করে প্রতিবেশী দেশকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলেই মনে করছে নিরাপত্তা বিশেষজ্ঞরা। কাশ্মীর পুলিশ আরও জানিয়েছে নিহত পাকিস্তানি সন্ত্রাসীর কাছ থেকে উদ্ধার হওয়া নথিগুলি তাকে পাকিস্তানের লাহোরের হানজাল্লা বলে শনাক্ত করেছে। একটি অ্যাভটোম্যাট রাইফেল, পাঁচটি ম্যাগাজিন সহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে নিহিত সন্ত্রাসবাদীর কাছ থেকে। এর আগে সোমবার, জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে সন্ত্রাসী গোষ্ঠীর আরেকজন সন্ত্রাসী নিহত হয়েছিল।