
অমৃতসর: পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়। সেনাবাহিনীর নজর এড়িয়ে সুযোগ পেলেই ভারতে প্রবেশ করার চেষ্টা করে। সেই ঘটনা ফের একবার ঘটেছে। পাঞ্জাবের অমৃতসরে আজ বৃহস্পতিবার ভোরে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করেছে বিএসএফ।
একটি বিবৃতিতে, বিএসএফ জানিয়েছে যে অমৃতসর সেক্টরের রাজাতালের বর্ডার আউট পোস্টে ৮-৯মার্চের মধ্যবর্তী রাতে পাকিস্তানের দিক থেকে একজন অনুপ্রবেশকারী ভারতে প্রবেশের চেষ্টা করছিল। পাক নাগরিককে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায় এবং পরে তাকে গ্রেফতার করা হয়। অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে বলেই জানানো হয়েহে। গ্রেফতার হওয়া ব্যক্তি পুলিশকে জানিয়েছে যে সে বাংলাদেশের নাগরিক। ভারতের প্রবেশের পিছনে কোনও উদ্দেশ্য ছিল কিনা সেটা দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশকর্তারা।
আরও পড়ুন: দুই দেশের প্রধানমন্ত্রীকে দেখতেই কী এত ভিড় স্টেডিয়ামে
চলতি বছরের জানুয়ারিতে ভারতে অনুপ্রবেশের সময় এক পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ। তাঁকে আত্মসমর্পণ করতে বলা হলেও সে তা করেনি। তবে সীমান্তে নজরদারি জোরদার করার কারণে বর্তমানে অনেকটাই কম হয়েছে অনুপ্রবেশের ঘটনা। তবে মাদক ও অস্ত্র পাচাররে জন্য পাকিস্তানে ড্রোনের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। যা নিরাপত্তাবাহিনীর কাছে যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠেছে।