নয়াদিল্লি: ভারত-পাক সীমান্ত বরাবরই উত্তপ্ত। কখনো জঙ্গী অনুপ্রবেশ তো কখনো ড্রোন উড়িয়ে নজরদারি, অস্ত্র পাচার থেকে গোলাগুলি, পাকিস্তানি জঙ্গীদের মূল থেকে বিনাশ করার কোনো পরিপন্থা প্রথম থেকেই নেয়নি পাকিস্তান৷ তবে এবার পাকিস্তান জানাল, ভারত-পাক সীমান্তে আর চলবে না গুলিবর্ষণ। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় সংঘর্ষবিরত চুক্তি মেনে চলা হবে।
বুধবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে সংঘর্ষবিরতি সংক্রান্ত সিদ্ধান্ত। বৃহস্পতিবার দু’দেশের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখা ও অন্যান্য খাতে বারবার সংঘর্ষবিরতি চুক্তি সংক্রান্ত সমস্ত শর্ত মেনে চলা হবে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে ভারত পাকিস্তান দুই পক্ষই ২৪ ও ২৫ ফেব্রুয়ারির মধ্যরাত থেকে নিয়ন্ত্রণ রেখা ও অন্যান্য সেক্টরে সমস্ত চুক্তি মেনে চলবে। গুলি চানালো বন্ধ করার বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে পুনরায় হটলাইনে যোগাযোগ ও সীমান্ত পতাকা বৈঠকের প্রক্রিয়াগুলি অপ্রত্যাশিত পরিস্থিতি বা ভুল বোধাবুঝি সমাধানের জন্য ব্যবহার করা হবে।
গত বছর মে মাসের গোড়ার দিতে লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি বলেছিলেন গত তিন বছরে ১০ হাজারেও বেশি পাকিস্তান সীমান্ত যুদ্ধ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আর তাতে নিরাপত্তারক্ষীদের পাশাপাশি সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে।
২০০৩ সালে ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে চুক্তি পালন মুখের কথায় হয়ে যাচ্ছে। অফিসিয়ালি সেই কাজ হচ্ছে না। কিন্তু চুক্তিটিকে কার্যকর করতে নতুন করে আলোচনা হয়েছিল দুই দেশের মধ্যে। মিলিটারি অপারেশনস -এর প্রধাম বা ডিজিএম হটলাইন যোগাযোগের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা ও অন্যান্য সমস্ত সেক্টরে মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার বিষয় নিয়ে পর্যালোচনা করেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে পূর্ব লাদাখ সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে চিন। কিছুটা হলেও পূর্ব লাদাখ সেক্টরে স্থিতাবস্থা ফিরে আসছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।