মোদীর কাশ্মীর সফরের কয়েক ঘন্টা আগে বড় সাফল্য, এনকাউন্টারে খতম পাক জঙ্গি সহ দুই জইশ অপারেটর

0
26
Terrorist Arrest

শ্রীনগর: রাত পোহালেই জম্মু-কাশ্মীর সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এতাই হবে নমোর প্রথম সফর। সেই কারণেই জম্মু-কাশ্মীরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। মোদীর সফরের আগে সুরক্ষাবাহিনী পেয়েছে বড় সাফল্য। কুলগামে এনকাউন্টারে খতম হয়েছে এক পাকিস্তানি জঙ্গি সহ দুই জইশ অপারেটর।

শনিবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় একটি এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জইশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পাকিস্তানের এবং দ্বিতীয় সন্ত্রাসবাদীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে কুলগামের মিরহামা এলাকায় বিকেল ৫.৩০ নাগাদ সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সুঞ্জওয়ানের একটি সেনা ক্যাম্পে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসীবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের দুই আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হওয়ার একদিন এই সাফল্য মিলেছে।

- Advertisement -

আরও পড়ুন- শ্লীলতাহানির চেষ্টায় বাধা দেওয়ায় ৩ বছরের শিশুকন্যাকে কুয়োয় ছুঁড়ে ফেলল এক ব্যক্তি

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেছিলেন যে দুই সন্ত্রাসী পাকিস্তান-ভিত্তিক জইশ জঙ্গিরা একটি আত্মঘাতী স্কোয়াডের অংশ ছিল। তিনি আরও জানিয়েছেন তাদের অনুপ্রবেশ একটি “বড় ষড়যন্ত্র” হতে পারত প্রধানমন্ত্রীর জম্মু ও কাশ্মীর সফরকালে নাশকতা করার জন্য। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, প্রধানমন্ত্রীর আগামীকাল অর্থাৎ ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে কুলগাম থেকে ১৭ কিলোমিটার দূরে সাম্বা জেলার পল্লী গ্রামে যাওয়ার কথা রয়েছে। সেখানে একটি সমাবেশে ভাষণ দেবেন তিনি। সেই সফরের আগে পাকিস্তনি সহ জইশ জঙ্গিকে খতম করা সন্ত্রাসবাদীদের কড়া বার্তা দেবে বলেই মনে করা হচ্ছে।