শ্রীমগর: জম্মু ও কাশ্মীরে নতুন করে মাথাচাড়া দিয়েছে সন্ত্রাসবাদ। গত কয়েকমাসে বেড়েছে জঙ্গি হামলার ঘটনা। লক্ষবস্তুতে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। উচ্চপ্রশিক্ষিত পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশের জন্য মুখিয়ে রয়েছে বলেও গোয়েন্দারা সতর্ক করেছে। এই মধ্যেই বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) গুলিতে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সুরক্ষাকর্তারা জানিয়েছেন বুধবার গভীর রাতে খোরা পোস্টের কাছে অনুপ্রবেশকারীকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখা যায়। ওই ব্যক্তিকে সতর্ক করা হলেও অনুপ্রবেশকারী বিএসএফ-এর সতর্কবার্তায় কোন কর্ণপাত করেনি। তার পরেই সিমান্তে কর্মরত জওয়ানরা অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায়। বিএসএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে। এক অফিসার দৃঢ়তার সঙ্গে বলেছেন, “কেউ “জঘন্য পরিকল্পনা” নিয়ে ভারতের মাটিতে পা রাখলে একই পরিণতি হবে।” জানা গিয়েছে ৪৫ বছর বয়সী নিরস্ত্র অনুপ্রবেশকারী বুধবার গভীর রাতে পাকিস্তান পোস্ট তুগলিয়ালপুর থেকে ভারতের দিকে মাঙ্গুচেক এলাকার খোরা পোস্টের কাছে লুকিয়ে প্রবেশ করার সময় ধরা পড়ে। রাত ১০.১৫ নাগাদ ফরোয়ার্ড ডিউটি পয়েন্টগুলিতে (বর্ডার সিকিউরিটি ফোর্সের) পাকিস্তান থেকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একজন মানুষের গতিবিধি লক্ষ্য করে।
তার গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং যখন তিনি এই দিকে প্রবেশ করেছিলেন তখন তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। বুরা সহ অন্যান্য ঊর্ধ্বতন বিএসএফ এবং পুলিশ কর্মকর্তারা আজ সকালে ভারী বৃষ্টিপাত সত্ত্বেও এলাকা পরিদর্শন করেন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। বিএসএফ-এর আইজি বলেন, “অনুপ্রবেশকারী পালানোর চেষ্টা করেছিল এবং সতর্ক কর্মীরা তাকে গুলি করে এবং নিরপেক্ষ করে দেয়। এলাকায় তল্লাশি এখনও চলছে।” তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীকে ইচ্ছাকৃতভাবে পাঠানো হচ্ছিল পরে জঙ্গিদের ভারতে সুযোগ বুঝে প্রবেশ করানোর উদ্দেশ্যে। সেই সঙ্গেই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে খবর দেওয়ার কাজে ব্যবহার করা হতে পারত বলেও সন্দেহ করা হচ্ছে।