28 C
Kolkata
Wednesday, October 9, 2024
Home জাতীয় খবর Hathras Stampede: পদপিষ্ট  হয়ে ১২১ জনের প্রাণহানির জন্য দায়ী কে, ধর্মপ্রাণ...

Hathras Stampede: পদপিষ্ট  হয়ে ১২১ জনের প্রাণহানির জন্য দায়ী কে, ধর্মপ্রাণ ‘ভোলেবাবা’-কে খুঁজছে পুলিশ

লখনউ: যত সময় গিয়েছে ততই বেড়েছে মৃত্যুর সংখ্যা। উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট(Hathras Stampede) হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১-তে। মঙ্গলবার উত্তর প্রদেশের হাতরাসে একটি ‘সৎসঙ্গ’ চলাকালীন একটি মারাত্মক  ঘটনাটি ঘটেছে। একটি সরকারি হাসপাতালের অভ্যন্তরে বরফের খণ্ডের উপর অসংখ্য মৃতদেহ পড়ে। কাউকে চেনা গিয়েছে কারও আবার পরিচয় জানা যায়নি।  নিহতদের স্বজনরা মৃতদেহ ঘরে ফেরার জন্য বাইরে অপেক্ষায়। ধর্ম প্রচারক ভোলে বাবার ‘সৎসঙ্গ’-এর জন্য সিকান্দরাউ এলাকার ফুলরাই গ্রামের কাছে জড়ো হওয়া হাজার হাজার মানুষের ভিড়ের অংশ ছিল নিহতরা। কিন্ত কার ভুলে এগুলি প্রাণহানি ঘটল সেই উত্তর খুঁজছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার বিকেল বিকাল সাড়ে ৩টের দিকে পদদলিত হওয়ার ঘটনা ঘটে । একজন প্রত্যক্ষদর্শীর মতে, অনুষ্ঠানস্থলে হাজার হাজার লোক ছিল এবং বাবা যখন চলে যাচ্ছিলেন, তাদের অনেকেই তার পা স্পর্শ করতে ছুটে আসেন। যখন তারা ফিরে আসছিল, তখন লোকেরা পিছলে পড়ে একে অপরের উপর পড়েছিল। উত্তরপ্রদেশের মুখ্যসচিব মনোজ কুমার সিং  বলেছেন যে পদপিষ্ট  হওয়ার পিছনে একটি কারণ ছিল অতিরিক্ত ভিড়।  তিনি  বলেন, ‘সৎসঙ্গ’ আয়োজনের অনুমতি চেয়ে ইভেন্ট আয়োজকরা যে আবেদন জমা দিয়েছেন তাতে উপস্থিতের সংখ্যা ৮০,০০০ ছিল, কিন্তু প্রকৃত সংখ্যা অনেক বেশি। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় ২.৫ লাখ মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।” ডেপুটি পুলিশ সুপার সুনীল কুমার বলেছেন, ‘সৎসঙ্গ’ শেষ হওয়ার সাথে সাথে ভক্তরা বাবা নারায়ণ হরির পা ছোঁয়ার জন্য তার গাড়ির পিছনে দৌড়েছিল। তখনই মানুষ পিছলে পড়ে একে অপরের ওপর পড়ে।  পুলিশ ধর্মপ্রাণ ভোলেবাবাকে খুঁজছে। তবে  পুলিশের অনুমান  ‘ভোলেবাবা’ ফুলরাই গ্রাম, অর্থাৎ যেখানে ওই   ঘটনা ঘটেছে, সেখান থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে মাইনপুরীর আশ্রমে রয়েছেন ।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুধবার হাথরাসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনার বিষয়ে তথ্য পাওয়ার পর, আদিত্যনাথ মঙ্গলবার বলেছেন, “আমাদের সরকার এই ঘটনার গভীরে গিয়ে ষড়যন্ত্রকারী ও দায়ীদের উপযুক্ত শাস্তি দেবে। রাজ্য সরকার এই পুরো ঘটনাটি তদন্ত করছে। আমরা দেখব এটি একটি ঘটনা কিনা। দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র।” একটি সরকারি বিবৃতি অনুসারে, ঘটনার কারণ অনুসন্ধানের জন্য এডিজি আগ্রা এবং আলিগড় বিভাগীয় কমিশনারের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। ঘটনার পরপরই তিন মন্ত্রী- লক্ষ্মী নারায়ণ চৌধুরী, অসীম অরুণ এবং সন্দীপ সিংকে ঘটনাস্থলে পাঠানো হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদদলিত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

“কিছুই জানি না, আমি কিছু করিনি হুজুর”, চার্জশিটের প্রতিলিপি পড়ে আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয়ের প্রতিক্রিয়া

খাসডেস্ক:  সোমবার আরজি কর (R G KAR) ঘটনার ৫৮ দিনের মাথায় কোর্টে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হল আরজি...

‘অপ্রত্যাশিত ফল, মানা সম্ভব নয়’, হরিয়ানা ভোটের রেজাল্ট নিয়ে মন্তব্য কংগ্রেসের

খাসডেস্ক: অপ্রত্যাশিত ফল। পার্টি ভোটের এই ফল মানছে না। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা কংগ্রেসের (CONGRESS) । গণনার শুরুর কিছু পরে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনকে চিঠি...

পুজোয় চুলের-ত্বকের জেল্লা বাড়াতে, জেনে নিন ডিমের ব্যবহার

কলকাতা: ত্বক এবং চুলের যত্নে ডিমের জুরি মেলা ভার। তাই ত্বকের যত্ন নিতে ডিম এক অন্যতম ভূমিকা গ্রহণ করে। ডিমের কুসুম থেকে শুরু করে...

৭ বছর পর ফিরে এল টি-২০’র থেকেও ধামাকাদার ক্রিকেট, বিশ্বজয়ের লড়াইয়ে ভারতও

স্পোর্টস ডেস্ক: ৭ বছর পর আবারও শুরু হতে চলেছে হংকং ক্রিকেট সিক্সেস (Hong Kong Cricket Sixes)। আর ১২ বছর পর সেখানে আবারও দেখা যাবে...