নয়াদিল্লি: জমিদুর্নীতি মামলায় জামিন পেয়ে কয়েকদিন আগেই জেল মুক্ত হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পুনরায় বসেছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। সেই ঘটনার পরেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার(JMM) প্রধান। এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে । প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের একটি ছবি X-এ পোস্ট করে সোরেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।’ তবে সত্যিই কি এই সাক্ষাৎ সৌজন্যের তা নিয়ে উঠছে অনেক প্রশ্ন। কারণ চলতি বছরেই রয়েছে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগে মোদীর সঙ্গে হেমন্তের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্য পূর্ণ।
माननीय प्रधानमंत्री श्री .@narendramodi जी से शिष्टाचार मुलाक़ात हुई। pic.twitter.com/jByrjWHsUw
— Hemant Soren (@HemantSorenJMM) July 15, 2024
উল্লেখ্য, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) কার্যনির্বাহী সভাপতিকে একটি কথিত জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি অর্থ পাচারের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চলতি বছরের ৩১ জানুয়ারী গ্রেফতার করে। তবে গ্রেফতারের আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন হেমন্ত সোরেন। সেই সময়ে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন চম্পাই সোরেন। তারপর ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্ত সোরেনকে জামিন দেয়। তারপর ফের একবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন তিনি।