খাস ডেস্ক: এক কিশোরের মৃত্যুর পরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়কে গোবিন্দপুরে গত ১৫ অগাস্ট প্রাইভেট কারের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়। এরপর স্থানীয় মানুষজন ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ওইদিন অবরোধ চলে অন্তত ৬ ঘণ্টা।
জাতীয় সড়কে দুর্ঘটনা নতুন কিছু নয়। লাগাতারভাবে দুর্ঘটনা ঘটেই চলেছে। অধিকাংশ ক্ষেত্রে বেপরোয়াভাবে চালকরা যানবাহন চালানোর জেরে দুর্ঘটনা ঘটছে। আর মৃত্যুর ঘটনাও ঘটে চলেছে।
সূত্রের খবর, চলতি মাসে দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দা এক কিশোরের মৃত্যুর ঘটনার পরে প্রতিবাদে পথে নামেন এলাকার বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, যে ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে তিনি ঘটনার দিন সরকারি কর্মীদের কাজে বাধা দিয়েছেন বলে অভিযোগ।
শনিবার শান্তিপুর থানার পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে তোলে। আদালত সূত্রের খবর, বিচারক ধৃতকে একদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামীকাল আদালতে ফের উঠবে এই মামলা। এদিন ধৃতের আইনজীবী তথাগত বিশ্বাস জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ, দাঙ্গা বাঁধানো-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।