সামান্য রাস্তা যেতেও মাত্রাতিরিক্ত ভাড়া, অভিযোগের পরই বন্ধ হচ্ছে ওলা-উবের-র‍্যাপিডো পরিষেবা

0
24

খাস ডেস্ক: রাজ্য পরিবহণের নির্দেশে আগামী কয়েকদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে ওলা-উবের-র‍্যাপিডো পরিষেবা। সহজে যাতায়াতের মাধ্যম হিসেবে আর পাওয়া যাবে না এই পরিষেবা। যাত্রীদের একাংশের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন: স্নাতক পাশেই ক্লার্ক-ম্যানেজার সহ একাধিক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আজই করুন আবেদন

- Advertisement -

জানা গিয়েছে, বেঙ্গালুরুতে দুই কিলোমিটার রাস্তা যেতেও একশো টাকা খরচ করতে হচ্ছে যাত্রীদের। ভোগান্তির শিকার সাধারণ মানুষের অনেকেই পরিবহণ দফতরে অভিযোগ জমা দেন। সমস্ত দিক যাচাই করে কর্ণাটক পরিবহণ দফতর। পাশাপাশি, ওলা-উবের-র‍্যাপিডোকে অবৈধ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্ত্রী-সন্তানের ভরণপোষণের দায়িত্ব স্বামীর, প্রয়োজনে মজদুরি করতে হবে: Supreme Court

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে প্রথম ২ কিলোমিটারের জন্য সর্বনিম্ন অটোভাড়া ৩০ টাকা এবং তারপর প্রতি কিলোমিটার আরও ১৫ টাকা করে ধার্য করা হয়েছে। ভাড়া সংক্রান্ত সরকারের নির্দেশিকা অমান্য করে যাত্রীদের থেকে ইচ্ছেমত ভাড়া নেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়ছে। নাহলে আইনি জটিলতা কিংবা কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে অভিযুক্তের বিরুদ্ধে।

আরও পড়ুন: রিহ্যাবে এটিকে মোহনবাগানের এই ম্যাচ উইনার, চেন্নাইন ম্যাচের আগে দুশ্চিন্তায় ফেরান্ডো