খাস ডেস্ক: কলকাতার আরজিকরে মহিলা চিকিৎসক মৃত্যুর ঘটনার পরে জাতীয় সংবাদমাধ্যমে ধর্ষণের একের পর এক ঘটনা সামনে এসেছে। দেশের নানা প্রান্তেই ঘটছে ধর্ষণের ঘটনা। এর জেরে ভারতীয় নাগরিক মহিলাদের সুরক্ষা প্রশ্নচিহ্নের মুখে।
সূত্রের খবর, এবার মহারাষ্ট্রে ১৯ বছরের এক নার্সিং ট্রেনিকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত একজন অটোচালক। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, যে অটোচালক ওই নার্সিং ট্রেনিকে ধর্ষণ করেছে সেই অটোতে ছিল ১৯ বছরের ওই তরুণী। পিপাসা পাওয়ায় সে অটোচালকের কাছে জল চায়। অটোচালকের দেওয়া বোতল থেকে জল থেকে ওই তরুণী অজ্ঞান হয়ে পড়েন। এরপর ওই তরুণীকে নির্জনস্থানে নিয়ে গিয়ে অটোচালক তাকে ধর্ষণ করেছে।
পুলিশ সূত্রের খবর, জ্ঞান ফেরার পরে ওই তরুণী তার পরিবারের লোকজনকে ঘটনাটি সম্পর্কে জানায়। এরপর পুলিশ এফআইআর দায়ের করে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি খতিয়ে দেখে। আক্রান্ত তরুণীকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মহারাষ্ট্রে বাদলাপুরে সম্প্রতি দুই নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এরপর ফের ধর্ষণের ঘটনা ঘটল। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।