ভুবনেশ্বর: এত দিন ধরে সকলে শুনে এসেছে ATM থেকে শুধু টাকা তোলা যায়। কিন্তু এবার তৈরি নতুন ‘শস্য ATM’। ভারতে সরকারের উদ্যোগে এই প্রথম চালু হল ‘শস্য ATM’ (Grain ATM)। সাধারণত রেশন দুর্নীতিতে বন্ধ করতে এবং রেশন দোকানের লম্বা লাইনে দাঁড়িয়ে যাতে সাধারণ মানুষকে আর হয়রানি হতে না হয়, তার জেরেই এবার ভারত সরকারের (India Government) এই নতুন উদ্যোগ। এই ‘শস্য ATM’-এর নাম দেওয়া হয় ‘অন্নপূর্তি গ্রেইন এটিএম’। এই এটিএম-এর বোতামে চাপ দিলেই এবার মিলবে চাল, গম। ভারত সরকারের এই রকম একটি নতুন উদ্যোগ খুশি সাধারণ মানুষ।
ভারতের ওডিশার ভুবনেশ্বরে (Bhubaneswar) এই প্রথম চালু হল ‘শস্য এটিএম’ (Grain ATM)। গত বৃহস্পতিবার ওডিশার (Odisha) ভুবনেশ্বরে এই শস্য এটিএম-এর উদ্বোধন করেন খাদ্য সরবরাহ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ক্রুশনাচন্দ্র পাত্র। এইদিন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর নোজোমি হাশিমোটোও তাঁর সঙ্গে ছিলেন। সূত্রের খবর, ভুবনেশ্বরের এক শস্য গুদামে বসানো হয়েছে এই এটিএম (ATM)-টি। এটি চালু করা হয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ( Public Distribution System)-কে আরও প্রসারিত করার উদ্দেশ্যেই। এই অভিনব মেশিনটির কথা শুনে খুশি সাধারণ মানুষ। এবার সত্যি হয়েতো রেশন (Ration) তুলতে গিয়ে সময় বাঁচবে সকলের।
ভারতবর্ষের যেকোনো রেশন (Ration) কার্ডধারীরাই উপভোগ করতে পারবেন এই ‘শস্য ATM’-টি। জানা গিয়েছে, ‘শস্য ATM’ (Grain ATM) ব্যবহারের নিয়মও অনেকটা টাকা তোলার ATM মেশিনের মতোই। গ্রাহকেরা এই মেশিনের সামনে গিয়ে স্ক্রিনে নিজেদের রেশন কার্ডের নম্বর দেওয়ার পর এবং বায়োমেট্রিক নিজেদের প্রমাণ দেওয়ার পরই মিলবে সর্বাধিক ২৫ কেজি পর্যন্ত চাল। এই মেশিনটির কারণে রেশনের চাল চুরি, কালোবাজারিও বন্ধ করা যাবে বলেই আশা সরকারের। সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টাই এই ‘শস্য এটিএম’ থেকে চাল এবং গম পাওয়া যাবে।
ওডিশায় প্রথম এই ‘শস্য ATM’ (Grain ATM) চালু হলেও খুব শীঘ্রই তা আরও ৩০ জেলায় চালু হবে। এই বিষয়ে ওডিশার মন্ত্রী ক্রুশনাচন্দ্র পাত্র বলেছেন, “ভারতের মধ্যে এটি প্রথম শস্য এটিএম। সমস্ত রেশন কার্ডধারীদের (Ration Card) সুবিধার কথা ভেবেই এই উদ্যোগ। তৎপরতার সঙ্গে চালু করা হয়েছে এই শস্য এটিএম-টি। এই উদ্যোগে সাধারণ মানুষ সঠিক পরিমাণে প্রয়োজন মতো এবং নিজেদের সময় মতো রেশনের চাল-গম সংগ্রহ করতে পারেন। পাশাপাশি এই সিস্টেমে চাল-গম চুরির সম্ভাবনাকেও ঠেকানো সম্ভব হবে।”