নয়াদিল্লি: কেন্দ্রের নয়া সংশোধিত আইনের উপর কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট৷ বুধবার সিএএ’র উপর পিটিশনকারীদের স্থগিতাদেশ জারির দাবি খারিজ করে দেন প্রধান বিচারপতি এসএ বোবদে৷ জানান, কেন্দ্রের বক্তব্য না শোনা অবধি আদালত কোনও স্থগিতাদেশ দেবে না৷ কেন্দ্রকে বক্তব্য জানানোর জন্য চার সপ্তাহের সময় দিয়েছে সর্বোচ্চ আদালত৷
সিএএ নিয়ে পিটিশনগুলির শুনানির জন্য প্রধান বিচারপতির এসএ বোবদের নেতৃত্বে বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে একটি বেঞ্চ গঠিত হয়৷ সেই বেঞ্চে ১৪৩টি পিটিশনের শুনানি চলছে৷ আইনজ্ঞদের ধারণা, আদালত সম্ভবত বিষয়টি বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে পাঠাতে পারে৷
শুনানির সময় প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বেঞ্চের কাছে সিএএ’র উপর স্থগিতাদেশ জারির আবেদন জানান৷ বেঞ্চ তখন অ্যার্টনি জেনারেল এজি বেণুগোপালের কাছে সরকারের বক্তব্য জানতে চায়৷ কিন্তু অ্যার্টনি জেনারেল বলেন, বক্তব্য জানানোর জন্য সরকারকে সময় দেওয়া হয়নি৷ কেন্দ্রকে আগে সময় দেওয়া হোক৷ এরপরই বেঞ্চ জানিয়ে দেয়, কেন্দ্রের বক্তব্য না শোনা অবধি সিএএ’র উপর কোনও স্থগিতাদেশ নয়৷
অ্যার্টনি জেনারেল বিচারপতিদের কাছে ছয় সপ্তাহ সময় চান৷ কিন্তু কপিল সিব্বল এর বিরোধিতা করেন৷ জানান, চার সপ্তাহে কেন্দ্র একটিও পিটিশনের জবাব দেয়নি৷ অ্যাটর্নি জেনারেল তখন জানান, ১৪৩টির মধ্যে মাত্র ৬০টি পিটিশন পাঠানো হয়েছিল৷ শীর্ষ আদালত সব শোনার পর কেন্দ্রকে চার সপ্তাহ সময় দেয়৷